Honda Shine 100 এসে গেল ভারতে, দাম মাত্র 64,900 টাকা, Hero Splendor-এর যোগ্য প্রতিদ্বন্দ্বী
Honda Shine-এর একটি নতুন 100cc-র মডেল লঞ্চ করা হল ভারতে, যার নাম Honda Shine 100। বাইকটির দাম মাত্র 64,900 টাকা। ইতিমধ্যেই এর বুকিং শুরু হয়েছে। এটি টক্কর দেবে হিরো স্প্লেন্ডার প্লাস, বাজাজ প্লাটিনা 100 এবং TVS Star সিটি প্লাস বাইকের সঙ্গে।
Honda ভারতে সস্তার একটি মোটরবাইক লঞ্চ করল। 100cc-র সেই নতুন Honda বাইকের নাম Honda Shine 100। মাত্র 64,900 টাকায় দেশের বাজারে নিয়ে আসা হয়েছে নতুন শাইন। যদিও এটি ইন্ট্রোডাক্টারি প্রাইস, তাও তো অনেকটাই কম। ইতিমধ্যেই এই মোটরবাইকের বুকিং আরম্ভ হয়েছে দেশে। শহরের প্রাত্যহিক ট্র্যাফিক পরিস্থিতি এই বাইকে খুব সহজেই সামাল দেওয়া যাবে, আর সই দিকটা মাথায় রেখেই ডিজ়াইন করা হয়েছে বাইকটি। মূলত গ্রামীণ এবং শহুরে চালকদের টার্গেট করছে Honda Shine 100। এই মুহূর্তে দেশের একাধিক সস্তার বাইককে টক্কর দিতে চলেছে হন্ডা-র এই 100cc বাইক। সেই তালিকায় রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস, বাজাজ প্লাটিনা 100 এবং TVS Star সিটি প্লাস।
Honda Shine 100: ফিচার ও স্পেসিফিকেশন
এই বাইকে রয়েছে 100cc-র সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। ফুয়েল ইঞ্জেকশন এবং eSP রয়েছে এই বাইকে, যা বাইকটির ফুয়েল এফিসিয়েন্সি অনেকটা বাড়িয়ে তুলবে। এই বাইকটির ইঞ্জিন তৈরি করা হয়েছে নতুন BS6 RDE নিয়ম মেনেই। আকর্ষণীয় দিকটি হল বাইকের ফুয়েল পাম্প পজডিশন করা হয়েছে ফুয়েল ট্যাঙ্কের বাইরে , রয়েছে অটো চোক সিস্টেমের মতো অত্যন্ত আকর্ষণীয় ফিচার। বাইকটি 7.5 bhp প্রোডিউস করতে পারে 7,500 rpm-এ এবং 8.05 Nm টর্ক চার্ন আউট করতে পারে 6,000 rpm-এ।
Honda Shine 100: ডিজ়াইন
এই মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168mm। ডিজ়াইনের দিক থেকে Honda Shine 100 বাইকটি অনেকটাই Shine 125-এর মতো। মোট পাঁচটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে বাইকটির। Shine 100 ইক্যুইপ করা রয়েছে ফ্রন্ট কাউল, ব্ল্যাকড আউট অ্যালয় হুইল, একটি অ্যালুমিনিয়াম গ্র্যাব রেইল এবং একটি স্লিক মাফলারের সঙ্গে। ব্ল্যাকের সঙ্গে রেড স্ট্রাইপ, ব্ল্যাক ও ব্লু স্ট্রাইপ, ব্ল্যাক ও গ্রিন স্ট্রাইপ, ব্ল্যাক ও গোল্ড স্ট্রাইপ এবং ব্ল্যাক ও গ্রে স্ট্রাইপে পাওয়া যাবে এই Honda Shine 100।
Honda Shine 100: ওয়ারান্টি
HMSI এই নতুন হন্ডা বাইকের সঙ্গে 6 বছরের স্পেশ্যাল ওয়ারান্টি অফার করছে। তার মধ্যে তিন বছর স্ট্যান্ডার্ড এবং তিন বছর অপশনাল এক্সটেন্ডেড। মোটরসাইকেলটিতে ক্লাস-লিডিং টার্নিং রেডিয়াস রয়েছে, যা 1.9 মিটারের। Honda Shine 100-র সিট হাইট 786 mm এবং এতে কম্বি-ব্রেক সিস্টেম (CBS) দেওয়া হয়েছে, যাতে ইক্যুয়ালাইজ়ারও রয়েছে। এছাড়াও বাইকটি সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচারও অফার করছে।
সংস্থা কী বলছে?
ভারতে HMSI-এর ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট এবং CEO মিস্টার আতসুশি ওগাতা বলছেন, “Shine হল আমাদের ব্র্যান্ড এবং এই ক্যাটেগরির সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত মোটরসাইকেল। আমরা তুন Honda 100cc মোটরসাইকেল নিয়ে এসেছি Shine 100, যা ডিজ়াইন এবং তৈরি করা হয়েছে Shine-এর উত্তরাধিকার বহন করছে। দেশের সমস্ত মানুষের কথা মাথায় রেখে কম দামে এই বাইকটি লঞ্চ করা হয়েছে। বাইকটি অত্যন্ত শক্তিশালী, বলিষ্ঠ এবং জ্বালানি দক্ষ ও বেসিক কমিউটার ক্যাটেগরির।”