EV Battery Blast: গরম পড়তেই ই-স্কুটার বিস্ফোরণ, ইলেকট্রিক দু’চাকা গাড়ির ব্যাটারির যত্ন নেবেন কীভাবে?
Electric Scooter's Battey Care: ইলেকট্রিক গাড়ির প্রবণতা দ্রুত বাড়ছে, কিন্তু সেই সঙ্গে দুর্ঘটনার সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। জেনে নিন দুর্ঘটনার থেকে বাঁচতে কীভাবে ইলেকট্রিক বাইক বা স্কুটারের ব্যাটারির যত্ন নেবেন।
EV Battery Blast: ইলেকট্রিক গাড়ির প্রবণতা দ্রুত বাড়ছে, কিন্তু সেই সঙ্গে দুর্ঘটনার সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। একের পর এক র্ঘটনা সামনে আসে ইলেকট্রিক বাইক-স্কুটার, গাড়িকে কেন্দ্র করে। বর্তমানে এমনই একটি ঘটনা ঘটেছে কর্ণাটকের মান্ডিয়া জেলায়, যেখানে বাড়িতে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক স্কুটারটি হঠাৎ বোমের মতো ফেটে যায়। এ দুর্ঘটনায় বাড়িতে উপস্থিত পরিবারের 5 জন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ঘরে আগুন লেগে অনেক জিনিসপত্র পুড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মান্ডা জেলার মাদ্দুর তালুকের ভালগেরেহাল্লি গ্রামের বাসিন্দা মুথুরাজের বাড়িতে। মুথুরাজের মতে, সে মাত্র ছয় মাস আগে মান্ডিয়ার রুট ইলেকট্রিক কোম্পানির শোরুম থেকে 85,000 টাকায় স্কুটারটি কিনেছিলেন। সোমবার সকাল সাড়ে 8টার দিকে স্কুটারটি যথারীতি চার্জে রাখা হয়। চার্জিং পয়েন্টে তারটি সংযুক্ত করার এক মিনিটের মধ্যেই হঠাৎ তার ব্যাটারি বিস্ফোরিত হয়ে পুরো স্কুটারে আগুন ধরে যায়।
একবার ভাবুন এই দুর্ঘটনা যেকোনও সময় আপনার সঙ্গেও হতে পারে। আর এ ঘটনা প্রথম নয়। এর আগেও এমন অনেক ঘটনা সামনে এসেছে। আর এর বেশিরভাগটাই হয় ব্যাটারি চার্জের সময় বিস্ফোরিত হয়ে। তাই ইলেকট্রিক বাইক-স্কুটারের ব্য়াটারির দিকে নজর দিন। জেনে নিন কীভাবে ইলেকট্রিক বাইক বা স্কুটারের ব্যাটারির যত্ন নেবেন।
1.ব্যাটারির সুইচ বন্ধ করুন: যদি আপনার ব্যাটারিতে একটি সুইচ থাকে তবে চার্জ দেওয়ার আগে ব্যাটারিটি বন্ধ করে দেওয়া ভাল।
2. আসল চার্জার ব্যবহার করুন: আপনার ই-বাইক বা স্কুটারের ব্যাটারিটি সব সময় আসল চার্জার দিয়ে চার্জ করুন। অন্য় কোনও বাইক বা স্কুটারের চার্জার ব্য়বহার করবেন না।
3. ঘন ঘন চার্জ করবেন না: আপনার ই-বাইক বা স্কুটারের ব্যাটারিটি ঘন ঘন চার্জ করবেন না। আবার ব্যবহারের এক ঘন্টার মধ্যে চার্জ করা উচিত নয়। ব্যাটারি চার্জ করার আগে ব্যাটারি সিস্টেমকে ঠান্ডা হতে দিন। তারপরেই চার্জ করুন।
4. ব্যাটারিতে কোনও ফুটো রয়েছে কি না দেখুন: আপনি যদি ব্যাটারিতে কোনও ফুটো বা ক্ষতি লক্ষ্য করেন। তাহলে ভুলেও ব্যাটারিটি চার্জ করবেন না।
5. অপটিমাল চার্জিং নীতি মেনে চলুন: 100% ডিসচার্জের পরে ব্যাটারি কখনই চার্জ করা উচিত নয়। চেষ্টা করুন ব্যাটারিটি 20-80 শতাংশের মধ্য়ে চার্জ করতে।