ডিসেম্বরে Hyundai-এর 6 গাড়িতে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড়
Hyundai Car Offers December 2023: ক্যাশ ডিসকাউন্ট যেমন রয়েছে, তেমনই আবার একাধিক বেনিফিটসও রয়েছে। এই মুহূর্তে হুন্ডাইয়ের প্রায় সমস্ত জনপ্রিয় মডেলগুলিতেই ছাড় পাওয়া যাচ্ছে। তালিকায় রয়েছে Grand i10, Verna, Alcazar-সহ একাধিক গাড়ি। Hyundai ডিসেম্বরে সবথেকে বেশি ছাড় দিচ্ছে তাদের Tucson গাড়িতে। এটিতে কাস্টমাররা পেয়ে যাবেন 1.5 লাখ টাকার ডিসকাউন্ট। তবে ডিজ়েল ভ্যারিয়েন্টেই এই ছাড় পাওয়া যাবে।

শীতের শুরুতেই Hyundai ভারতে তাদের একাধিক গাড়িতে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করল। সর্বাধিক 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তার মধ্যে ক্যাশ ডিসকাউন্ট যেমন রয়েছে, তেমনই আবার একাধিক বেনিফিটসও রয়েছে। এই মুহূর্তে হুন্ডাইয়ের প্রায় সমস্ত জনপ্রিয় মডেলগুলিতেই ছাড় পাওয়া যাচ্ছে। তালিকায় রয়েছে Grand i10, Verna, Alcazar-সহ একাধিক গাড়ি। ডিসেম্বরে Hyundai-এর কোন কোন গাড়িতে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, দেখে নিন।
Hyundai Grand i10
হুন্ডাই গ্র্যান্ড i10 এর সিএনজি ভ্যারিয়েন্টে 48,000 টাকা ছাড় পাওয়া যাবে। অন্য দিকে i10 Nios-এর পেট্রল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 33,000 টাকা পর্যন্ত ছাড়।
Hyundai Aura
ডিসেম্বরে Hyundai Aura গাড়িটির সিএনজি ট্রিমে কাস্টমাররা পেয়ে যাবেন 33,000 টাকা পর্যন্ত বেনিফিট। আবার এই গাড়িটারই পেট্রল ভার্সনে 23,000 টাকার ছাড় পাওয়া যাবে।
Hyundai i20
ব্যাপক ছাড় মিলছে Hyundai i20 গাড়িতেও। এই গাড়ির প্রায় সমস্ত ভ্যারিয়েন্টেই কাস্টমাররা পেয়ে যাবেন 10,000 টাকার ছাড়। আবার, ফ্রি-ফেসলিফ্ট মডেলগুলি গ্রাহকরা পেয়ে যাবেন 40,000 টাকার বেনিফিট। শুধু তাই নয়। N Line ভার্সনে কাস্টমাররা পেয়ে যাবেন 50,000 টাকার ছাড়।
Hyundai Verna
চলতি বছরেই Hyundai Verna গাড়িটি দেশের বাজারে নতুন রূপে হাজির হয়েছে। সেই গাড়িতেও মিলছে আকর্ষণীয় ছাড়। ডিসেম্বরে এই গাড়িটি যাঁরা ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 45,000 টাকা পর্যন্ত ছাড়। গাড়িটির সমস্ত ভ্যারিয়েন্টেই এই ছাড় পাওয়া যাবে।
Hyundai Alcazar
ছাড় থাকছে সেভেন সিটার Alcazar গাড়িটিতেও। এই গাড়ির পেট্রল ভ্যারিয়েন্টে কাস্টমাররা পেয়ে যাবেন 35,000 টাকার বেনিফিটস। অন্য দিকে ডিজ়েল ভ্যারিয়েন্টে মিলবে 20,000 টাকার ছাড়।
Hyundai Tucson
এই এতগুলি গাড়ির মধ্যে Hyundai ডিসেম্বরে সবথেকে বেশি ছাড় দিচ্ছে তাদের Tucson গাড়িতে। এটিতে কাস্টমাররা পেয়ে যাবেন 1.5 লাখ টাকার ডিসকাউন্ট। তবে ডিজ়েল ভ্যারিয়েন্টেই এই ছাড় পাওয়া যাবে।
