Upcoming EV: ইলেকট্রিক গাড়ির সম্ভার নিয়ে আসছে Maruti, Hyundai, Tata আর Mahindra; রেঞ্জে কে এগিয়ে?
Upcoming Cars: মারুতি, হুন্ডাই, টাটা এবং মাহিন্দ্রা নতুন ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে। বর্তমানে, Tata Punch EV লঞ্চ হতে পারে। তারপর 2024 সালের শেষে MahindraXUV.e8 বাজারে আসতে চলেছে। Maruti Suzuki তার eVX লঞ্চ করবে এবং Hyundai 2025-এর জন্য Creta EV আনার পরিকল্পনা করছে।

বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। বিগত কয়েক বছরে অনেক নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়েছে। তবে এবার সেই সব গাড়ির তালিকায় যুক্ত হতে চলেছে আরও কিছু গাড়ি। মারুতি, হুন্ডাই, টাটা এবং মাহিন্দ্রা নতুন ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে। বর্তমানে, Tata Punch EV লঞ্চ হতে পারে। তারপর 2024 সালের শেষে MahindraXUV.e8 বাজারে আসতে চলেছে। Maruti Suzuki তার eVX লঞ্চ করবে এবং Hyundai 2025-এর জন্য Creta EV আনার পরিকল্পনা করছে। অর্থাৎ একসঙ্গে বেশ কয়েকটি গাড়ি বাজারে আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই সব ইলেকট্রিক গাড়ি সম্পর্কে।
টাটা পাঞ্চ ইভি:
Tata Punch EV এই বছরের শেষে লঞ্চ হতে পারে। এতে ঠান্ডা ব্যাটারি এবং স্থায়ী সিঙ্ক্রোনাস মোটর দেওয়া হতে পারে। এমনকি গাড়িটি দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। 19.2kWh এবং 24kWh-এর রেঞ্জ প্রায় 300KM হতে পারে।
মাহিন্দ্রাXUV.E8:
Mahindra XUV.e8 ইলেকট্রিক SUV-টি তৈরি করা হচ্ছে নতুন INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হবে। এমনকি উন্নত মানের ব্যাটারি ব্যবহার করা হবে।
মারুতি ইভিএক্স:
মারুতি সুজুকি চলতি বছরের অটো এক্সপোতে EVX কনসেপ্ট শোকেস করেছে। এটিতে 48kWh এবং 60kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হতে পারে, যা যথাক্রমে প্রায় 400 কিমি এবং প্রায় 500 কিমি রেঞ্জ দেবে বলে আশা করা হচ্ছে। এটি বাজারে উপস্থিত Creta EV-কে টেক্কা দিতে পারে কি না সেটা সময় বলবে।
Hyundai Creta EV:
হুন্দাই ক্রেটার ইভি সংস্করণ আসছে। যদিও এটির প্রাথমিক পরীক্ষা হয়ে গিয়েছে। এটি 2025 সালের প্রথম দিকে চালু করা যেতে পারে। এটিতে Hyundai Kona EV-এর মতো একই পাওয়ারট্রেন থাকতে পারে, যার 39.2kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা 452 কিলোমিটার রেঞ্জ দেবে।
