Maruti Suzuki OFFER: বাম্পার ডিসকাউন্ট! দিওয়ালিতে এই Maruti গাড়ি 55,000 টাকা ছাড়ে
Maruti Suzuki Diwali OFFERS: নভেম্বরে মারুতি সুজ়ুকি তার একাধিক গাড়িতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। কিছু কিছু গাড়িতে আবার 50,000 টাকার উপরে ছাড় থাকছে। তালিকায় কোন কোন গাড়ি আছে দেখে নিন। NEXA এবং ARENA মারুতি সুজ়ুকির দুই শোরুম থেকেই এই ছাড়গুলি পাবেন কাস্টমাররা। এই অফার মূলত উৎসবের মরশুমে নিয়ে এলেও গোটা নভেম্বর মাস-জুড়েই অফারগুলি পাওয়া যাবে।

Maruti Suzuki এই মুহূর্তে দেশের এক নম্বর গাড়ি প্রস্তুতকারক সংস্থা। গত মাসেই সংস্থাটি প্রায় 2 লাখের কাছাকাছি গাড়ি বিক্রয় করেছিল। এখন দীপাবলি উপলক্ষে মারুতি সুজ়ুকি তার একাধিক গাড়িতে আকর্ষণীয় ছাড়ও দিতে শুরু করেছে। উৎসবের মরশুমে গোটা নভেম্বর মাস জুড়েই অফারগুলি পেয়ে যাবেন গাড়িপ্রেমীরা। Brezza, Grand Vitara, Fronx, XL6 এবং Ertiga বাদে Maruti Suzukiর প্রায় সমস্ত গাড়িতেই থাকছে অফার। কোন কোন গাড়িতে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, জেনে নিন।
Alto K10: তালিকায় প্রথমেই থাকবে অল্টো। কারণ, এটি এখন সংস্থার সবথেকে কম দামি মডেল। মারুতি সুজ়ুকি অল্টো K10 গাড়িতে 30000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 15000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। সেই সঙ্গেই আবার থাকছে 4000 টাকার কর্পোরেট বোনাস। অর্থাৎ সব মিলিয়ে এই অল্টো মডেলে আপনি পেয়ে যাবেন 49,000 টাকার ছাড়।
S-Presso: এই গাড়িটির উপরে আপনি পেয়ে যাবেন 54,000 টাকার ডিসকাউন্ট। ছাড়ের অঙ্কের মধ্যে রয়েছে 30000 টাকার ক্যাশ বেনিফিট, 20000 টাকার এক্সচেঞ্জ বোনাস। পাশাপাশিই আবার থাকছে 4000 টাকার কর্পোরেট বোনাস।
Wagon-R: চমৎকার অফার থাকছে ওয়াগন-আর গাড়িটিতেও। টল-বয় হ্যাচব্যাকটির উপরে থাকছে 20000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 25000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। শুধু তাই নয়। ওয়াগন-আর গাড়িতে পেয়ে যাবেন 4,000 টাকার কর্পোরেট বোনাস। অর্থাৎ সব মিলিয়ে 49,000 টাকা ছাড়ে পাওয়া যাবে ওয়াগন-আর।
Celerio: আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে সেলেরিও গাড়িটিতেও। সেলেরিও রেঞ্জের গাড়িগুলিতে থাকছে 20,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল এই গাড়িতে 35,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট পাবেন কাস্টমাররা। যদিও AMT ভ্যারিয়েন্টে এমনতর কোনও ছাড় পাওয়া যাবে না। সব মিলিয়ে সেলেরিও এই দিওয়ালিতে 55,000 টাকা ছাড়ে ক্রয় করতে পারেন।
Swift: অফার থাকছে সুইফ্টেও। 10 লাখেরও কম দামে এই হ্যাচব্যাকে সব মিলিয়ে 49,000 টাকার বেনিফিটস পাওয়া যাবে। সেই ছাড়ের অঙ্কে রয়েছে 25,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট ও তার সঙ্গে 20,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও রয়েছে 4,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট।
Dzire: মারুতি সুজ়ুকির এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় গাড়ি এটি। তবে Dzire-এ খুব বিরাট অঙ্কের ছাড় পাওয়া যাচ্ছে না। কোনও ক্যাশ ডিসকাউন্ট থাকছে না গাড়িটিতে। কেবল 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাসই পাওয়া যাবে।
