AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জনপ্রিয় Alto K10-এর নতুন Tour H1 ভার্সন লঞ্চ হল, দাম 4.80 লাখ টাকা

Maruti Suzuki এবার Alto K10 -এর একটি কমার্শিয়াল ভার্সন নিয়ে হাজির হল, যার নাম Tour H1। নতুন Alto K10 Tour H1 গাড়িটির দাম শুরু হচ্ছে 4.80 লাখ টাকা (এক্স-শোরুম)। পেট্রোল এবং সিএনজি দুই ভার্সনেই গাড়িটি অফার করা হবে কাস্টমারদের।

জনপ্রিয় Alto K10-এর নতুন Tour H1 ভার্সন লঞ্চ হল, দাম 4.80 লাখ টাকা
Alto K10-এর নতুন ভার্সন এসে গেল।
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 3:13 PM
Share

Alto K10 গাড়িটি খুব অল্প সময়ের মধ্যেই ভারতীয়দের কাছে জনপ্রিয়তা পেয়েছে। প্রথমত, অন্যান্য অল্টো-র মতো এই গাড়িটির দামও বেশ কম। দ্বিতীয়ত, এর আগে যত Alto ভারতে এসেছে, তাদের মধ্যে সবথেকে ভাল লুক এই লেটেস্ট Alto K10 গাড়িটির। এবার Maruti Suzuki এই Alto K10 -এর একটি কমার্শিয়াল ভার্সন নিয়ে হাজির হল, যার নাম Tour H1। নতুন Alto K10 Tour H1 গাড়িটির দাম শুরু হচ্ছে 4.80 লাখ টাকা (এক্স-শোরুম)। পেট্রোল এবং সিএনজি দুই ভার্সনেই গাড়িটি অফার করা হবে কাস্টমারদের।

Maruti Suzuki Alto K10 Tour H1 গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট থাকলেও তার ট্রিম লেভেল সিঙ্গেল, একটাই। তাদের মধ্যে গাড়িটির পেট্রল MT ভ্যারিয়েন্টের দাম 4.80 লাখ টাকা। অন্য দিকে Alto K10 Tour H1 গাড়িটির বাই-ফুয়েল সিএনজি MT ভ্যারিয়েন্টের দাম 5.70 লাখ টাকা। তবে এই দুই ভার্সনের দামই এক্স-শোরুমের। তিনটি কালার শেডে এই গাড়িটি এখন ক্রয় করতে পারবেন কাস্টমাররা- মেটালিক সিল্কি সিলভার, মেটালিক গ্রানাইট গ্রে এবং আর্কটিক হোয়াইট।

লেটেস্ট অল্টো কমার্শিয়াল ভার্সনে রয়েছে একটি 1.0 লিটারের ন্যাচেরালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন, যা 66 bhp এবং 89 Nm টর্ক চার্ন আউট করতে পারে। অন্য দিকে গাড়িটির ফুয়েল সিএনজি ভার্সনটি 56 bhp এবং 82 Nm চার্ন আউট করতে পারে। দুটি ইঞ্জিনই পেয়ার করা থাকছে 5-স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে। পেট্রল MT ভ্যারিয়েন্টের মাইলেজ 24.64 km/l এবং সিএনজি MT ভার্সনের মাইলেজ 34.46 km/kg।

নতুন গাড়িটি লঞ্চ করার পর মারুতি সুজ়ুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টের সিনিয়র এগজ়িকিউটিভ অফিসার শশাঙ্ক শ্রীবাস্তব বলছেন, “এই নতুন Tour H1 মডেলটি জনপ্রিয় অল্টোর লেগ্যাসি বহন করছে। Alto K10 এর মধ্যেই মানুষের মধ্যে যে বিশ্বাস তৈরি করেছে, সেখান থেকেই কমার্শিয়াল সেগমেন্টটি তৈরি করা হয়েছে। গাড়িটি ইক্যুইপ করা হয়েছে পরবর্তী প্রজন্মের K 10C ইঞ্জিনের আকর্ষণীয় ইন্টিরিয়ার ও এক্সটিরিয়ারের উপরে ভিত্তি করে। মানুষের আরাম, সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে ঢেলে সাজানো হয়েছে গাড়িটি। এর ফুয়েল এফিসিয়েন্সিও মারাত্মক।”