ভারতে গাড়ির বাজারে ডেবিউ করেছে MG Astor SUV। বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলছেন, Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq এবং Volkswagen Tiguan— এইসব চার চাকার সঙ্গে জোরদার প্রতিযোগিতা হবে MG Motor India- র নতুন এসইউভির। বলা হচ্ছে, ১৪টি অটোনোমাস বা নিজস্ব একক ফিচার নিয়ে লঞ্চ হয়েছে MG Astor SUV। আর এই সমস্ত ফিচার গাড়িতে যুক্ত করার জন্য একাধিক সংস্থা যেমন- MapMyIndia, Park+ এবং রিলায়েন্স জিওর মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে MG Motor India।
বাইরে থেকে MG Motor India- র নতুন গাড়ি Astor SUV দেখতে অনেকটা MG ZS EV- র মতো। কিন্তু ভিতরের অংশে অর্থাৎ গাড়ির ইন্টিরিয়র ডিজাইনে এসেছে অনেক চমক। এই গাড়িতে যুক্ত হয়েছে দুটো নতুন পেট্রোল ইঞ্জিন এবং একাধিক নতুন আধুনিক ফিচার।
গাড়ির বাইরের অংশ বা এক্সটিরিয়র ডিজাইন-
গাড়ির বাইরের অংশের ডিজাইন প্রায় অনেকটাই MG ZS EV- র মতো। এখানে রয়েছে একটি ষড়ভুজাকার Celestial grille, revised front bumper, নতুন ফগ লাইট এবং নতুন হেডলাইট। এই হেডলাইটে যুক্ত রয়েছে LED Daytime Running Lights (DRLs)। এছাড়াও রয়েছে ১৭ ইঞ্চির ডুয়াল টোন অ্যালয় হুইলস, ক্রোম ডোর হ্যান্ডেল, এলইডি টেল-ল্যাম্প।
গাড়ির ভিতরের অংশ বা ইন্টিরিয়র ডিজাইন-
MG Astor SUV গাড়ির ভিতরের অংশে রয়েছে ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আবার রয়েছে অ্যানড্রয়েড অটো/অ্যাপেল কারপ্লে সাপোর্ট। এই ইনফোটেনমেন্ট সিস্টে, গাড়ির সমস্ত খুঁটিনাটি অ্যাকশন নিয়ন্ত্রণ করে। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ভয়েস অ্যাসিসট্যান্ট ইউনিট। ড্যাশবোর্ডের মধ্যে সেট রয়েছে এই ডিভাইস।