রয়্যাল এনফিল্ডের 2021 Classic 350 লঞ্চ হল ভারতে, নতুন বাইকের দাম কত? কী কী ফিচার রয়েছে

রয়্যাল এনফিল্ড সংস্থা তাদের নতুন ২০২১ ক্লাসিক ৩৫০ মডেল কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য 'মেক ইট ইয়োর্স' স্পেশ্যাল কাস্টোমাইজেশন অপশনও রেখেছে।

রয়্যাল এনফিল্ডের 2021 Classic 350 লঞ্চ হল ভারতে, নতুন বাইকের দাম কত? কী কী ফিচার রয়েছে
নতুন আপডেট নিয়ে ভারতে এল রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় ক্লাসিক ৩৫০ বাইক।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 4:01 PM

অবশেষে ভারতের বাজার কাঁপাতে এল রয়্যাল এনফিল্ডের নতুন বাইক Classic 350। 2021 Royal Enfield Classic 350 বাইকের দাম শুরু হচ্ছে ১.৮৪ লক্ষ টাকা (এক্স শোরুম)। সর্বোচ্চ দাম ২.৫১ লক্ষ টাকা। রয়্যাল ইনফিল্ডের ‘ক্লাসিক ৩৫০’ মডেল সম্ভবত সংস্থার সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। আর তাই চলতি বছর নতুন আপডেট নিয়ে এই বাইক লঞ্চ হয়েছে ভারতের বাজারে। উল্লেখ্য, ভারতে রয়্যাল এনফিল্ডের যত বাইক বিক্রি হয় তার ৮০ শতাংশ জুড়ে রয়েছে ‘ক্লাসিক ৩৫০’ মডেল। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে এর আগে ভারতে Meteor 350- র নতুন আপডেটেড মডেল লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড সংস্থা। তারপর দ্বিতীয় বাইক হিসেবে দেশে লঞ্চ হয়েছে Classic 350।

মডার্ন ক্লাসিক মোটোরসাইকেলের মতোই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মডেলের আদল রয়েছে। মোট ১১টি রঙের অপশন রয়েছে এই বাইকের মডেলে। প্রতিটি রঙের মডেলের জন্য আলাদা দাম ধার্য হয়েছে। এই নতুন আপডেটেড বাইকের ইন্সট্রুমেন্ট কনসোলের কিছুটা অ্যানালগ এবং কিছুটা ডিজিটাল। ২০২১ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকের টপ ভ্যারিয়েন্ট মডেলে রয়েছে Tripper Navigation pod। এর সাহায্যে টার্ন বাই টার্ন নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার পাওয়া যায়।

2021 Royal Enfield Classic 350 বাইকের হ্যান্ডেলবার এবং সুইচগিয়ারের সঙ্গে Meteor 350 মডেলের মিল রয়েছে। বাইকের ব্রেক আপডেট করা হয়েছে। সামনের অংশে যুক্ত হয়েছে একটি ৩০০ mm disc এবং পিছনের অংশে যুক্ত হয়েছে ২৭০ mm disc এবং উন্নত ও ভাল Bybre calipers। বাইকের সামনের অংশে রয়েছে ১৯ ইঞ্চির চাকা। আর পিছনের অংশে রয়েছে ১৮ ইঞ্চির চাকা। সামনের চাকার টায়ার ১০০ mm এবং পিছনের অংশের চাকার টায়ার ১২০ mm। নেকস্ট জেনারেশন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকে রয়েছে অ্যালয় হুইলস এবং টিউবলেস টায়ার। এই বৈশিষ্ট্য দেখা গিয়েছে Meteor 350 বাইকেও।

রয়্যাল এনফিল্ড সংস্থা তাদের নতুন ২০২১ ক্লাসিক ৩৫০ মডেল কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য ‘মেক ইট ইয়োর্স’ স্পেশ্যাল কাস্টোমাইজেশন অপশনও রেখেছে। এই অনলাইন উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা পছন্দ মতো রঙ, সিট এবং অন্যান্য অ্যাকসেসরিজ বেছে নেওয়ার সুযোগ পাবেন। ২০২১ রয়্যাল এনফিল্ড কালসিক ৩৫০ বাইকে রয়েছে ৩৪৯ সিসি- র ইঞ্জিন, যা আবার চলতি বছর লঞ্চ হওয়া আপগ্রেডেড Meteor 350 মডেলেও রয়েছে। Chrome, Dark, Signals, Halcyon এবং Redditch— এই পাঁচটি রঙের নানা শেডে পাওয়া যাচ্ছে ২০২১ ক্লাসিক ৩৫০ বাইকের মোট ১১টি নতুন মডেল। এর মধ্যে নয়টি ডুয়াল চ্যানেল এবং দু’টি সিঙ্গল চ্যানেল ভ্যারিয়েন্ট।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে 2021 Triumph Speed Twin, এই বাইকের দাম কত?