ভারতে লঞ্চ হয়েছে 2021 Triumph Speed Twin, এই বাইকের দাম কত?

২০২১ ট্রায়াম্ফ স্পিড টুইন বাইকের আদল মোটামুটি এক থাকলেও, তিনটি পরিবর্তন বিশেষ ভাবে নজরে এসেছে। বাইকের ১৪.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্কে নতুন গ্রাফিক্স যুক্ত হয়েছে।

ভারতে লঞ্চ হয়েছে 2021 Triumph Speed Twin, এই বাইকের দাম কত?
নতুন এই বাইক লঞ্চ হয়েছে ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 10:29 AM

ভারতে লঞ্চ হয়েছে ২০২১ ট্রায়াম্ফ স্পিড টুইন মোটরবাইক। এই বাইকের দাম শুরু হচ্ছে ১০.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। ট্রায়াম্ফের এই নতুন বাইকের সঙ্গে জুড়েছে ‘new and improved’ খেতাব। ২০২১ ট্রায়াম্ফ স্পিড টুইন বাইকের মডেলে যুক্ত হয়েছে নতুন ব্রেক, নতুন সাসপেনশন, নতুন টায়ার এবং চাকাও। এর পাশাপাশি এই বাইকে দেখা গিয়েছে আরও বেশ কিছু নতুন ফিচার। তবে শুধুমাত্র ফিচারের ক্ষেত্রেই নয়, কসমেটিক চেঞ্জ অর্থাৎ বাইকের লুক এবং ডিজাইনেও পরিবর্তন হয়েছে। গত জুন মাসে ট্রায়াম্ফের এই নতুন বাইকের জন্য বুকিং শুরু হয়ে গিয়েছিল।

২০২১ ট্রায়াম্ফ স্পিড টুইন বাইকের আদল মোটামুটি এক থাকলেও, তিনটি পরিবর্তন বিশেষ ভাবে নজরে এসেছে। বাইকের ১৪.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্কে নতুন গ্রাফিক্স যুক্ত হয়েছে। এর পাশাপাশি বাইকে দেখা গিয়েছে নতুন anodised হেডলাইট এবং upswept সাইলেন্সারে রয়েছে ব্রাশ অ্যালুমিনিয়াম ফিনিশ। বাইকের সামনের এবং পিছনের অংশের মাডগার্ড (কাদা যাতে বাইকে না লাগে তার জন্য বিশেষ সুরক্ষা)- এও এসেছে বদল। বাইকের সাইড প্যানেলেও দেখা গিয়েছে ব্রাশ অ্যালুমিনিয়াম ফিনিশ। এই একই ফিনিশ রয়েছে বাইকের heel guards- এও।

আগের মতো ট্রায়াম্ফের এই নতুন বাইকেও রয়েছে Bonneville ১২০০ সিসি ‘হাই পাওয়ার’ ইঞ্জিন। তবে এর শক্তি উৎপাদন ক্ষমতা কিছুটা বেড়েছে। এই ১২০০ সিসি প্যারালাল টুইন ইঞ্জিনের মাধ্যমে এখন ৯৯ bhp এবং ১১২ Nm peak torque শক্তি উৎপাদন করা সম্ভব। ১৭ ইঞ্চির হাল্কা ওজনের অ্যালুমিনিয়ামের চাকা রয়েছে এই বাইকের পিছনের অংশে। সেই সঙ্গে রয়েছে একটি নতুন ১২ স্পোক ডিজাইন। সেই সঙ্গে রাস্তার উপর যাতে বাইকের চাকার গ্রিপ ভাল হয়, তাই রয়েছে নতুন Metzeler Racetec RR টায়ার। ট্রায়াম্ফ মোটরসাইকেল ইন্ডিয়ার নতুন বাইক ২০২১ স্পিড টুইন মডেলে রয়েছে রেন, রোড এবং স্পোর্ট- এই তিনটি রাইডিং মোড। বাইক চালানোর সময় আরোহী বাইকিং মোড পরিবর্তন করতে পারবেন।

আন্তর্জাতিক বাজারে রেড হপার, ম্যাট স্টর্ম গ্রে এবং জেট ব্ল্যাক- এই তিন রঙে পাওয়া যায় ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন স্পিড টুইন বাইক। অনুমান ২০২১ নিউ স্পিড টুইন বাইকের ভারতীয় ভ্যারিয়েন্টও এই তিন রঙেই পাওয়া যাবে। এই বাইকে রয়েছে একটি twin-pod instrument console। তার সঙ্গে একটি ডিজিটাল মেনু সিস্টেম যুক্ত রয়েছে। হ্যান্ডেলবারে থাকা স্ক্রল বাটনের সাহায্যে তা পরিচালনা করা সম্ভব। এর সাহায্যে বাইক আরোহী গিয়ার পজিশন থেকে শুরু করে বাইকে কতটা জ্বালানি আছে, কতক্ষণে শেষ হবে, গড়ে কতটা জেয়ালানি লাগছে সব তথ্য জানতে পারবেন। সেই সঙ্গে রয়েছে Tyre Pressure Monitoring System (TPMS) ইন্ডিকেটর।

আরও পড়ুন- Tata Tigor EV: ভারতে লঞ্চ হয়েছে টাটা মোটরসের নতুন ইলেকট্রিক ভেহিকেল, দাম কত?