AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ntorq 125-এর নতুন নীল রঙের রেস এডিশন নিয়ে হাজির TVS, দাম মাত্র 87,011 টাকা

TVS NTORQ 125 রেস এডিশনটিতে দেওয়া হয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, USB চার্জার, একটি 20 লিটারের বুট ক্যাপাসিটি এবং TVS EZ সেন্টার স্ট্যান্ড।

Ntorq 125-এর নতুন নীল রঙের রেস এডিশন নিয়ে হাজির TVS, দাম মাত্র 87,011 টাকা
TVS Ntorq 125-এর নতুন নীল রঙের রেস এডিশন হাজির।
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 10:45 PM
Share

TVS তার জনপ্রিয় Ntorq 125 স্কুটারের একটি নতুন নীল রঙের মডেল লঞ্চ করল, যাকে রেস এডিশন বলা হচ্ছে। এই নতুন TVS Ntorq 125 রেস এডিশনটি নিয়ে আসা হয়েছে মেরিন ব্লু কালারে। দিল্লিতে এই নয়া স্কুটারের দাম 87,011 টাকা (এক্স-শোরুম)।

লেটেস্ট স্কুটারটি সম্পর্কে TVSNTORQ-এর অফিসিয়াল টুইটার পেজে লেখা হচ্ছে, “শেষ পর্যন্ত এসে গেল। অ্যাড্রিনালিনের নতুন রং। #TVSNtorq125 এখন রেস এডিশনে মেরিন ব্লু রঙে উপলব্ধ। ভাল লাগছে আপনার? কমেন্ট সেকশনে লিখে জানান।”

এই মেরিন ব্লু TVS Ntorq 125 রেস এডিশনটি বিক্রি করা হবে মার্কেটে উপলব্ধ স্কুটারটির অন্যান্য কালার মডেলের সঙ্গেই। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অথোরাইজড ডিলারশিপ থেকে বুকিংও শুরু হয়ে গিয়েছে স্কুটারটির।

টিভিএস এনটর্কের নতুন রেস এডিশনের উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে পাস-বাই সুইচ, ডুয়াল সাইড স্টিয়ারিং লক, পার্কিং ব্রেক এবং ইঞ্জিন কিল সুইচ। রাইডারের স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য এতে রয়েছে TVS SmartXonnectTM।

TVS NTORQ 125 রেস এডিশনটিতে দেওয়া হয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, USB চার্জার, একটি 20 লিটারের বুট ক্যাপাসিটি এবং TVS EZ সেন্টার স্ট্যান্ড।

আগের মডেলগুলির মতোই লেটেস্ট কালার মডেলের এই TVS NTORQ 125 রেস এডিশনে দেওয়া হয়েছে একটি 124.8 cc সিঙ্গেল সিলিন্ডার, ফোর-স্ট্রোক, থ্রি ভালভ, এয়ার কুলড, SOHC, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। স্কুটারটি সর্বাধিক 6.9 kW@7,000 rpm / 9.38 PS @7,000 rpm পাওয়ার আউটপুট দিতে পারে এবং 10.5 Nm@5,500 rpm সর্বাধিক টর্ক দিতে পারে।

অন্য দিকে এই টিভিএস এনটর্ক 125 রেস এডিশনের সর্বাধিক স্পিড 95 kmph এবং অ্যাক্সিলারেশন মাত্র 9 সেকেন্ডের মধ্যেই 0-60 kmph।