শেষ পর্যন্ত ভারতে নতুন আর১৫ বাইক লঞ্চ করেছে ইয়ামাহা। জাপানি বাইক নির্মাণ সংস্থার চতুর্থ জেনারেশনের মডেল এই আর১৫ বাইক। দুটো ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ইয়ামাহার নতুন আর১৫ বাইকের রেঞ্জ। স্ট্যান্ডার্ড এবং higher-spec M, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ২০২১ ইয়ামাহা নিউ আর১৫ বাইক। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের বাইকের দাম ১,৬৭,৮০০ টাকা (এক্স শোরুম)। অন্যদিকে আর১৫এম বাইকের দাম ১,৭৭,৮০০ টাকা (এক্স শোরুম)। বিগত কয়েক মাস ধরেই নতুন আর১৫ বাইকের টেস্টিং করছিল ইয়ামাহা সংস্থা। শেষ পর্যন্ত এই স্পোর্টস বাইক লঞ্চ হয়েছে ভারতে। বিশ্বের অন্য কোনও দেশে এখনও ইয়ামাহার এই বাইক লঞ্চ হয়নি। ভারতের বাজারেই এই স্পোর্টস বাইকের গ্লোবাল ডেবিউ হয়েছে।
ইয়ামাহার নতুন আর১৫ বাইকের পাশাপাশি ভারতের বাজারে Aerox স্কুটারও লঞ্চ করেছে জাপানি অটোমোবাইল সংস্থা। এই ম্যাক্সি স্কুটারের দাম ১,২৯,০০ টাকা (এক্স শোরুম)। তবে এখানেই শেষ নয়। এছাড়াও ভারতের বাজারে ইয়ামাহা সংস্থা লঞ্চ করেছে 2021 R15, Aerox, FZ-25, MT-15, RayZR 125– এই সমস্ত বাইক-স্কুটারের লিমিটেড-এডিশন MotoGP ভ্যারিয়েন্ট।
ইয়ামাহার এই ম্যাক্সি স্কুটারে রয়েছে আর১৫ বাইকের ইঞ্জিন। অর্থাৎ ১৫৫ সিসি- র লিকুইড- কুলড ইঞ্জিন রয়েছে ২০২১ ইয়ামাহা Aerox ১৫৫ ম্যাক্সি স্কুটারে। এর সাহায্যে ১৫ bhp এবং ১৪ Nm শক্তি উৎপন্ন হয়। এই ম্যাক্সি স্কুটারের ফ্রন্ট এবং রেয়ার ডিস্ক ব্রেক সিস্টেমে রয়েছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম।
অনেকক্ষণের সফরের জন্য এই স্কুটার বেশ উপযোগী। রয়েছে চওড়া হ্যান্ডেলবার, এলইডি টেল লাইট এবং স্পোর্টি লুকের অ্যালয় হুইল। Aerox ১৫৫ ম্যাক্সি স্কুটারে সিটের তলায় ২৪.৫ লিটার জায়গা রয়েছে।এই স্টোরেজ ছাড়াও রয়েছে একটি ইউএসবি সকেট।
আরও পড়ুন- Ola Electric Scooter: এস১ ভ্যারিয়েন্টের তুলনায় এস১ প্রো মডেলের চাহিদা প্রায় তিনগুণ বেশি!