AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nissan Magnite এবার Kuro অবতারে হাজির, দাম 8.27 লাখ টাকা, নতুন কী ফিচার্স?

Nissan Magnite Kuro গাড়িটি মোট তিনটি হাই-এন্ড ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে: XV MT, Turbo XV MT এবং Turbo XV CVT। এদের মধ্যে Turbo XV MT ভ্যারিয়েন্টের দাম 9.65 লাখ টাকা এবং Turbo XV CVT ভ্যারিয়েন্টের দাম 10.46 লাখ টাকা।

Nissan Magnite এবার Kuro অবতারে হাজির, দাম 8.27 লাখ টাকা, নতুন কী ফিচার্স?
Nissan Magnite-এর নতুন এডিশন হাজির।
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 1:32 PM
Share

Nissan Magnite গাড়িটির একটি নতুন ভার্সন লঞ্চ হল ভারতে। সেই Nissan Magnite Kuro এডিশনের দাম 8.27 লাখ টাকা (এক্স-শোরুম)। মাত্র 11,000 টাকা থেকেই গাড়িটির বুকিংও শুরু হয়েছে। লেটেস্ট SUV-র বিভিন্ন মডেলের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Nissan Magnite Kuro গাড়িটি মোট তিনটি হাই-এন্ড ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে: XV MT, Turbo XV MT এবং Turbo XV CVT। এদের মধ্যে Turbo XV MT ভ্যারিয়েন্টের দাম 9.65 লাখ টাকা এবং Turbo XV CVT ভ্যারিয়েন্টের দাম 10.46 লাখ টাকা। দুটি মডেলের দামই দিল্লিতে এক্স-শোরুমের। তবে মজার বিষয়টি হল, এখনও পর্যন্ত দেশে সে ভাবে Magnite Kuro-র কোনও প্রতিযোগী নেই। যদিও Renault Kiger-এর যে আরবান নাইট স্পেশ্যাল এডিশনটি গত মাসে লঞ্চ হয়েছে, তার সঙ্গে সামান্য হলেও টক্কর দিতে পারে এই Magnite Kuro।

লুকের দিক থেকে Nissan Magnite Kuro ভ্যারিয়েন্টে থাকছে গ্লসি ব্ল্যাক এক্সটিরিয়ার কালার স্কিম। এডিশনটিতে ব্ল্যাকড-আউট এলিমেন্টস দেওয়া হয়েছে যেমন গ্রিল, স্কিড প্লেট, বাম্পার্স, হেডলাইট অ্যাক্সেন্ট, ডোর হ্যান্ডেল, রুফ রেইল এগুলির সবই ব্ল্যাকে পেইন্ট করা রয়েছে। Nissan এবং Magnite ব্যাজগুলি ফ্রন্ট ও রিয়ারে আগের মতো একই ক্রোম অ্যাক্সেন্টে দেওয়া হয়েছে। অতিরিক্ত ফিচারের দিক থেকে রয়েছে অ্য়ালয় হুইলে রেড ক্যালিপার্স।

গাড়িটির ইন্টিরিয়ারেও অল-ব্ল্যাক থিম দেওয়া হয়েছে। ড্যাশবোর্ড, সেন্টার কনসোল, সিট এবং আপহলস্ট্রি এবারে মনোক্রমাটিক স্কিমে এসেছে। Nissan Magnite Kuro-র প্রিমিয়াম অ্যাপিয়ারেন্স বাড়াতে তার কেবিনে পিয়ানো-ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে। গাড়িটির ফিচার আগের মতো একই রাখা হয়েছে। রয়েছে 8 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিংয়ের মতো জরুরি ফিচারগুলি।

স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই এই Nissan Magnite Kuro এডিশনে একই পাওয়ারট্রেন অপশন রয়েছে। 1.0 লিটার পেট্রল এবং 1.0 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে গাড়িটিতে। ন্যাচেরালি অ্যাসপিরেটেড পেট্রল মোটরটি 71 bhp পাওয়ার এবং 96 Nm পিক টর্ক দিতে পারে। অন্য দিকে গাড়িটির পেট্রল ইঞ্জিন 99 bhp পাওয়ার এবং 152 Nm পিক টর্ক দিতে পারে।