ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চের পাশাপাশি সেইসব ই-স্কুটারের চার্জিং পয়েন্ট নির্মাণের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে নেদারল্যান্ডের সংস্থা ওলা। এখনও ভারতে ওলার ইলেকট্রিক স্কুটার লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি সংস্থা। তবে অনুমান, খুব তাড়াতাড়িই এই ই-স্কুটার দেশে আসবে। ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়েছে। সেই সঙ্গে জানা গিয়েছে, মোট ১০টি রঙে ভারতে লঞ্চ করবে ওলার ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি ওলার তরফে জানানো হয়েছে যে ক্রেতারা দেশের ৪০০ শহরে এক লক্ষের বেশি ‘হাইপারচার্জার’ সেটআপ পাবেন। সেখানেই নিজেদের ইলেকট্রিক স্কুটার চার্জ দিতে পারবেন ব্যবহারকারীরা।
শহর অনুসারে এই সমস্ত হাইপারচার্জার লোকেশন বা টাচপয়েন্ট সংক্রান্ত বিস্তারিত বিবরণ রয়েছে ওলার অফিশিয়াল ওয়েবসাইটে। টায়ার ওয়ান এবং টায়ার টু সিটি বা শহরগুলিতে ইতিমধ্যেই হাইপারচার্জার সেটআপের কাজ সম্পন্ন হয়েছে। এইসব শহরে যাঁরা ওলার ইলেকট্রিক স্কুটার কিনবেন, তাঁরা হাইপারচার্জার স্টেশনগুলির পরিষেবা পাবেন। এর আগে ওলা সংস্থা জানিয়েছিল, তাদের ইলেকট্রিক স্কুটার শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় বেয় মাত্র ১৮ মিনিট। এই পরিমাণ চার্জের সাহায্যে ৭৫ কিলোমিটার সফর করা সম্ভব। আর পুরো চার্জ থাকলে ১৫০ কিলোমিটার সফর করতে পারবেন ইউজাররা।
গত ১৫ জুলাই নেদারল্যান্ডের সংস্থা ওলা- র ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং শুরু হয়েছিল ভারতে। ওলার ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই এক লক্ষের বেশি ই-স্কুটার বুক হয়। মাত্র ৪৯৯ টাকার বিনিময়ে অনলাইনে ই-স্কুটার প্রিবুক করতে পারবেন ইউজাররা। এই টাকা আবার ফেরতযোগ্য। ওলা সংস্থা জানিয়েছে, এখন যাঁরা ইলেকট্রিক স্কুটার বুক করছেন, ডেলিভারি শুরু হলে তাঁরাই আগে ডেলিভারি পাবেন। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, Ather 450X এবং TVS iQube বাইকের সঙ্গে বাজারে জোরদার পাল্লা দেবে ওলার ইলেকট্রিক স্কুটার।
জানা গিয়েছে, ম্যাট এবং গ্লস ফিনিশ, দু’ধরনের রঙেই লঞ্চ হবে ওলার ই-স্কুটার। থাকবে বিভিন্ন উজ্জ্বল রঙ যেমন- লাল, গোলাপি এবং হলুদ। এছাড়াও হাল্কা রঙের শেডের মধ্যে থাকবে সাদা এবং রুপোলি। এখনও প্রতিটি মডেলের রঙে নির্দিষ্ট নাম প্রকাশ করেনি ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা। তবে কালো, হাল্কা নীল, সাদা আর গোলাপি রঙে যে ওলার স্কুটার লঞ্চ হবে, তার আভাস আগেও পাওয়া গিয়েছিল। ভারতে ওলার ইলেকট্রিক স্কুটারের দাম কত হবে সেই ব্যাপারে কিছু জানায়নি সংস্থা। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ৮০ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে দাম হতে পারে ওলার ই-স্কুটারের।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ইয়ামাহা Fascino ১২৫ FI হাইব্রিড স্কুটারের দু’টি ভ্যারিয়েন্ট, দাম কত?