AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ola S1 ও S1Pro ইলেকট্রিক স্কুটারে Holi অফার, 16000 টাকা ছাড় মিলবে 12 মার্চ পর্যন্ত

Ola S1 এবং S1 Pro এই দুটি স্কুটারে Holi Offer হিসেবে 16,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 7,000 টাকা পর্যন্ত বেনিফিটস মিলছে। হোলির দিন অর্থাৎ 8 মার্চ থেকে শুরু করে 12 মার্চ পর্যন্ত এই অফার পাওয়া যাবে।

Ola S1 ও S1Pro ইলেকট্রিক স্কুটারে Holi অফার, 16000 টাকা ছাড় মিলবে 12 মার্চ পর্যন্ত
ব্যাপক ছাড়ে Ola-র ইলেকট্রিক স্কুটার।
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 3:52 PM
Share

Holi উপলক্ষে Ola Electric তার ইলেকট্রিক স্কুটারগুলিতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। তামিলনাড়ুর ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি তার ই-স্কুটারগুলিতে 16,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 7,000 টাকা পর্যন্ত বেনিফিটস অফার করছে। দেশের সমস্ত Ola Experience Centreগুলিতে এই ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। প্রসঙ্গত, ওলা ইলেকট্রিক এই মুহূর্তে ভারতের নেতৃত্বস্থানীয় ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা। কোম্পানির ঝুলিতে এই মুহূর্তে তিনটি ইলেকট্রিক স্কুটার রয়েছে: Ola S1, S1 Air এবং S1 Pro। হোলির দিন অর্থাৎ 8 মার্চ থেকে শুরু করে 12 মার্চ পর্যন্ত এই অফার পাওয়া যাবে।

Ola Electric তার Holi Offer-এ ফ্ল্যাগশিপ স্কুটার S1 Pro-তে 12,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। তার উপরে আবার এই ইলেকট্রিক স্কুটারের উপরে থাকছে 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। Ola S1 Pro ই-স্কুটারের দাম এখন 1.27 লাখ টাকা (এক্স-শোরুম)। অন্য দিকে আবার ওলা ইলেকট্রিক তার S1 ইলেকট্রিক স্কুটারেও 2,000 টাকা ছাড় দিচ্ছে। তবে এই অফার মিলবে Ola S1-এর 3kWh ব্যাটারি প্যাকের মডেলগুলিতে। যদিও 2kWh ব্যাটারি প্যাকের মডেলে 2,000 টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করা হচ্ছে। Ola S1 ইলেকট্রিক স্কুটারের দাম এখন 1.08 লাখ টাকা (এক্স-শোরুম)।

অফারের এখানেই শেষ নয়। কাস্টমাররা যদি Ola Experience সেন্টারগুলি থেকে সংস্থার ই-স্কুটার ক্রয় করেন, তাহলে 7,000 টাকার অতিরিক্ত বেনিফিটও পেয়ে যাবেন। ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে যে, তারা স্কুটারগুলির সঙ্গে এক্সটেন্ডেড ওয়ারান্টি অফার করবে। পাশাপাশি থাকবে Ola Care Plus সাবস্ক্রিপশনে 50 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। এই মুহূর্তে ওলা ইলেকট্রিকের দুটি সাবস্ক্রিপশন-ভিত্তিক প্ল্যান রয়েছে। সেই প্ল্যান দুটির জন্য কাস্টমারদের যথাক্রমে 1,999 টাকা এবং 2,999 টাকা খরচ করতে হয়। এই সাবস্ক্রিপশন প্ল্যান রিচার্জ করলে Ola কাস্টমাররা বেশ কিছু সুবিধা পেয়ে যান।

Ola Care প্ল্যানের মধ্যে রয়েছে ফ্রি লেবর অন সার্ভিস, থেফট অ্যাসিস্ট্যান্স হেল্পলাইন এবং রোডসাইড পাংচার অ্যাসিস্ট্যান্স। অন্য দিকে Ola Care Plus প্ল্যানের সুবিধাগুলির মধ্যে রয়েছে কম্প্রিহেন্সিভ ডায়াগনস্টিক, ফ্রি হোম সার্ভিস, পিক-আপ/ড্রপ, ফ্রি কনজ়িউমেবল এবং 24/7 ডক্টর অ্যান্ড অ্যাম্বুল্যান্স সার্ভিস।

শীঘ্রই দেশে Ola S1 Air ইলেকট্রিক স্কুটারেরও ডেলিভারি শুরু হয়ে যাবে। ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থাটি তার 2.47 kWh ব্যাটারি প্যাকটি খুব দ্রুত চার্জ করে ফেলবে এবং তা এক চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। Ola S1 Air ই-স্কুটারে একটি 4.5kW মোটর দেওয়া হয়েছে। স্কুটারটির সর্বাধিক স্পিড 90 kmph।