11,000 টাকায় Royal Enfield classic 350 নিয়ে আসতে পারেন বাড়িতে, নতুন বছরে বিরাট অফার

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Updated on: Jan 02, 2023 | 7:21 PM

Royal Enfield-এর Classic 350 বাইকের অন-রোড প্রাইসের উপরে আপনি 90 শতাংশ পর্যন্ত ফাইন্যান্সের অপশন পেয়ে যাবেন। অর্থাৎ, বাইকটির যা দাম তার পুরোটা আপনাকে দিতে হবে না। ডাউন পেমেন্ট হিসেবে মাত্র 11,000 টাকা দিলেই রয়্যাল এনফিল্ড ক্লাসিকের লেটেস্ট মডেলটি বাড়ি নিয়ে আসতে পারবেন।

11,000 টাকায় Royal Enfield classic 350 নিয়ে আসতে পারেন বাড়িতে, নতুন বছরে বিরাট অফার
EMI অফারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যখন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।

Royal Enfield Discount: নতুন বছরটা শুরু করতে চাইছেন একটা নতুন বাইক দিয়ে? তাহলে সুখবর রয়েছে আপনাদের জন্য। নতুন বছরে আপনার গ্যারাজের সঙ্গী হতে পারে একটি Royal Enfield classic 350। অত্যন্ত কম দামে এই বাইকটি আপনি বাড়ি নিয়ে আসতে পারেন। জানেন, কত কম দামে? এই মুহূর্তে মাত্র 11,000 টাকা খরচ করলেই আপনার সর্বক্ষণের সঙ্গী হতে পারে একটি Royal Enfield classic 350। তবে আপনি যদি মনে করেন, এই 11,000 টাকা দিলেই আপনার খেল খতম, তাহলে ভুল ভাবছেন। কারণ, 11,000 টাকা ডাউন পেমেন্ট করার পর রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র বাকি টাকা আপনাকে EMI অফারে প্রতি মাসে কিস্তি দিয়ে মেটাতে হবে।

Royal Enfield classic 350: কী ভাবে এত অল্প দামে বাইকটি বাড়ি নিয়ে আসবেন

Royal Enfield-এর Classic 350 বাইকের অন-রোড প্রাইসের উপরে আপনি 90 শতাংশ পর্যন্ত ফাইন্যান্সের অপশন পেয়ে যাবেন। অর্থাৎ, বাইকটির যা দাম তার পুরোটা আপনাকে দিতে হবে না। ডাউন পেমেন্ট হিসেবে মাত্র 11,000 টাকা দিলেই রয়্যাল এনফিল্ড ক্লাসিকের লেটেস্ট মডেলটি বাড়ি নিয়ে আসতে পারবেন। তারপর বাকি টাকা আপনাকে বিভিন্ন কিস্তিতে দিয়ে শওধ করতে হবে।

এই খবরটিও পড়ুন

Royal Enfield classic 350: কত বছর পর্যন্ত আপনি EMI দেওয়ার সুযোগ পাবেন

রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বুলেটটি আপনি যদি EMI অফারে ক্রয় করেন, তাহলে পাঁচ বছর পর্যন্ত টাকা শোধ করার সুযোগ পেয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে 60 মাসের জন্য আপনাকে প্রতি মাসে 4,557 টাকা করে EMI দিতে হবে। যদিও এই মূল্য সুদের হারের উপরে নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

Royal Enfield classic 350: দাম কত, কী-কী রঙে কিনতে পারবেন

রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 হল একটি ক্রুজ়ার বাইক, যার দাম ভারতে 1,90,229 টাকা থেকে শুরু হচ্ছে। বাইকটির মোট ছয়টি ভ্যারিয়েন্ট রয়েছে এবং 15টি কালার মডেল রয়েছে। এর টপ ভ্যারিয়েন্টের দাম 2,21,129 টাকা।

Royal Enfield classic 350: ফিচার ও স্পেসিফিকেশন

এই বাইকটিতে 349 cc-র BS6 ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি 20.2 bhp পাওয়ার এবং 27 Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকের সামনে এবং পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এইRoyal Enfield Classic 350 বাইকে একটি অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেমও রয়েছে। ঝাঁ চকচকে নতুন লুক ও ডিজ়াইনের এই বাইকটি সম্পূর্ণ ভাবে নতুন স্টাইলিং সহযোগে 2021 সালে লঞ্চ করা হয়েছিল। ক্রুজ়ার বাইকটির ওজন 195 কেজি এবং ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা 13 লিটার।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla