Interceptor ও Continental GT 650-এর নতুন এডিশন নিয়ে হাজির Royal Enfield, দাম-ফিচার্স দেখে নিন
023 Royal Enfield Interceptor 650-র দাম শুরু হচ্ছে 3.03 লাখ টাকা থেকে এবং 2023 Royal Enfield Continental GT 650-এর দাম শুরু হচ্ছে 3.19 লাখ টাকা থেকে। দুটি বাইকে আগের মতো একই 648cc-র প্যারাল্যাল টুইন-সিলিন্ডার, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে।
Royal Enfield তার জনপ্রিয় দুই বাইকের 2023 এডিশন লঞ্চ করল। তাদের একটি হল Interceptor 650 এবং অপরটি Continental GT 650। এই দুই নতুন বাইকে একাধিক নতুন ফিচার্স, কালার অপশন যোগ করা হয়েছে। 2023 Royal Enfield Interceptor 650-র দাম শুরু হচ্ছে 3.03 লাখ টাকা থেকে এবং 2023 Royal Enfield Continental GT 650-এর দাম শুরু হচ্ছে 3.19 লাখ টাকা থেকে। দুটি মডেলের দামই এক্সশোরুম এবং তাদের বুকিংও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
2023 Interceptor 650 বাইকের মোট চারটি নতুন কালার মডেল দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুটি ব্ল্যাকড্ আউট ভ্যারিয়েন্ট, ব্ল্যাক রে ও বার্সেলোনা ব্লু এবং একটি নতুন কাস্টম ডুয়াল কালার, ব্ল্যাক পার্ল এবং ক্যালি গ্রিন। অন্য দিকে 2023 Continental GT 650-এ রয়েছে দুটি নতুন ব্ল্যাকড্ আউট কালার, স্লিপস্ট্রিম ব্লু এবং অ্যাপেক্স গ্রে। এই নতুন কালার ভ্যারিয়েন্টগুলির সঙ্গে দুটি বাইকেই আগের তুলনায় নতুন সিট কমফোর্ট, নতুন সুইচগিয়ার, একটি USB চার্জিং পোর্ট এবং একটি নতুন LED হেডল্যাম্প।
ইন্টারসেপ্টার 650 এবং কন্টিনেন্টাল জিটি 650-এর নতুন ব্ল্যাকড্-আউট ভ্যারিয়েন্টগুলির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ব্ল্যাকড্ আউট ইঞ্জিন এবং এগসস্ট পার্টস। পাশাপাশি এই দুটি বাইকে অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার্সও রয়েছে, যা ব্ল্যাকড্ আউট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড।
2023 Interceptor 650 এবং 2023 Continental GT 650 এই দুটি বাইকে আগের মতো একই 648cc-র প্যারাল্যাল টুইন-সিলিন্ডার, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা 47hp সর্বাধিক পাওয়ার এবং 52Nm পিক টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে একটি ছয় স্পিডের কনস্ট্যান্ট মেশ গিয়ারবক্সের সঙ্গে।