স্কোডা অটো অবশেষে তাদের নতুন গাড়ি Kushaq কমপ্যাক্ট এসইউভি ভারতে লঞ্চের দিন ঘোষণা করেছে। আগামী ২৮ জুন ভারতে লঞ্চ হবে এই গাড়ি। স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর জ্যাক হলিস একথা জানিয়েছেন। একটি টুইট করে ভারতে স্কোডা Kushaq কমপ্যাক্ট এসইউভি গাড়ি লঞ্চের দিন ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২০ সালের অটো এক্সপোতে Vision IN Concept- এ প্রথম স্কোডার Kushaq কমপ্যাক্ট এসইউভি প্রকাশ্যে এসেছিল। স্কোডা অটোর কোনও মডেল এই প্রথম ইন্ডিয়া ২.০ স্ট্র্যাটেজির আওতায় পড়ছে। এই গাড়িতে ৯৫ শতাংশের বেশি স্থানীয় যন্ত্রাংশ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্কোডা অটোর এই এসইউভি আসলে একটি ‘গেমচেঞ্জার’ গাড়ি হয়ে উঠবে অল্প সময়েই। হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটস, এমজি হেক্টর এবং এই জাতীয় অন্যান্য গাড়ির সঙ্গে ভাল ভাবেই পাল্লা দিতে পারবে।
#LaunchAlert I have the answer to the most frequently asked question of 2021. We will announce prices and open bookings of ŠKODA KUSHAQ on June 28th at 11 AM#CommitmentDelivered#KUSHAQ #BookingsOpen#PriceAnnouncement pic.twitter.com/iZG9sRPZ9i
— Zac Hollis (@Zac_Hollis_) June 16, 2021
জুন মাসের প্রথম মহারাষ্ট্রের পুণেতে Volkswagen’s Chakan facility- তে Kushaq মডেলের উৎপাদন শুরু হয়েছিল। এই মডেলে রয়েছে ভারতের জন্য বিশেষ MQB-A0-IN প্ল্যাটফর্ম। এছাড়াও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোর্যামিক সানরুফ, এলইডি লাইটিং, ডুয়াল-টোন কেবিন, সংযুক্ত কার টেকনোলজি এবং আরও অনেক অত্যাধুনিক ফিচার থাকার কথা রয়েছে এই এসইউভিতে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল 2021 BMW S 1000 R, বাইকের দাম শুরু ১৭.৯০ লক্ষ টাকা থেকে
স্কোডা Kushaq এসইউভি মডেলে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জার, রেয়ার এসি ভেন্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই গাড়ি লম্বায় ৪২২৫ মিলিমিটার, চওড়ায় ১৭৬০ মিলিমিটার এবং উচ্চতায় ১৬১২ মিলিমিটার। এই এসইউভি- র হুইলবেস ২৬৫১ মিলিমিটারের। এই গাড়িতে কেবলমাত্র পেট্রোল ইঞ্জিন রয়েছে। ১ লিটার এবং ১.৫ লিটারের TSI mills রয়েছে স্কোডার এই এসইউভিতে। এক লিটারের ইঞ্জিন ১১৩ bhp এবং ১.৫ লিটারের মিল ১৪৮ bhp শক্তি উৎপাদন করতে পারবে। এক লিটারের ইঞ্জিনের সঙ্গে একটি ৬ স্পিডের ম্যানুয়াল এবং টর্ক কনভার্টার রয়েছে। আর ১.৫ লিটারের ইঞ্জিনের সঙ্গে ৭ স্পিডের DSG রয়েছে।