দাম বেড়েছে টিভিএস জুপিটার ১১০ স্কুটারের সব ভ্যারিয়েন্টের, কোন মডেলের দাম এখন কত?

হন্ডা অ্যাক্টিভা ৬জি- র পর টিভিএস জুপিটারই ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কমফোর্ট আর পারফরম্যান্সের সঠিক ব্যালেন্স রয়েছে এই স্কুটারে।

দাম বেড়েছে টিভিএস জুপিটার ১১০ স্কুটারের সব ভ্যারিয়েন্টের, কোন মডেলের দাম এখন কত?
টিভিসএস মোটর কোম্পানির জুপিটার ১১০ স্কুটারে রয়েছে ১০৯.৭ সিসি- র একটি এয়ার কুলড ইঞ্জিন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 2:22 PM

টিভিএস জুপিটার ১১০ স্কুটারের সমস্ত ভ্যারিয়েন্টেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিভিএস মোটর কোম্পানি। জানা গিয়েছে, টিভিএস জুপিটার স্ট্যান্ডার্ড ভার্সানের দাম বেড়েছে ৭৩৬ টাকা। এর পাশাপাশি টপ ভ্যারিয়েন্ট ZX trim- এর দাম বেড়েছে ২৩৩৬ টাকা। দাম বৃদ্ধির পর আপডেটেড জুপিটার রেঞ্জের দাম এখন শুরু হচ্ছে ৬৫,৬৭৩ টাকা থেকে। sheet metal white version- এর এই দাম ধার্য করা হয়েছে। অন্যদিকে, ZX disc trim- এর দাম ৭৫,৭৭৩ টাকা। সমস্ত স্কুটারের দামই এক্স শোরুম দিল্লি হিসেবে ধার্য করা হয়েছে।

হন্ডা অ্যাক্টিভা ৬জি- র পর টিভিএস জুপিটারই ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কমফোর্ট আর পারফরম্যান্সের সঠিক ব্যালেন্স রয়েছে এই স্কুটারে। অর্থাৎ টিভিএস জুপিটার স্কুটার চালিয়ে আরোহী যেমন আরাম পাবেন তেমনই এই স্কুটারের পারফরম্যান্স থেকে দারুণ অভিজ্ঞতাও পাবেন তাঁরা। বিভিন্ন অত্যাধুনিক ফিচার মুগ্ধ করবে তাঁদের। টিভিএস জুপিটার স্কুটারে রয়েছে এলইডি হেডল্যাম্প, সেমি ডিজিটাল কনসোল, ইউটিলিটি বক্স যার মধ্যে আবার রয়েছে একটি মোবাইল চার্জার, একটি এক্সটার্নাল ফুয়েল ফিল্টার ক্যাপ এবং ২১ লিটার আন্ডার সিট স্টোরেজ স্পেস।

টিভিসএস মোটর কোম্পানির জুপিটার ১১০ স্কুটারে রয়েছে ১০৯.৭ সিসি- র একটি এয়ার কুলড ইঞ্জিন। সেই সঙ্গে রয়েছে ফুয়েল ইঞ্জেকশন ফিচার। এই ইঞ্জিনের সাহায্যে ৭.৬৭ bhp এবং ৮.৪ Nm of peak torque শক্তি উৎপাদন হয়। এই মোটরের সঙ্গে রয়েছে একটি CVT গিয়ারবলস। এছাড়াও স্কুটারের সামনের অংশে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের অংশে রয়েছে একটি সিঙ্গল শক। ব্রেকিং ফিচারের ক্ষেত্রে এই স্কুটারে রয়েছে drum brakes এবং একটি অপশনাল front disc। ১২ ইঞ্চির হুইল বা চাকা রয়েছে টিভিএস জুপিটার স্কুটারে। এই স্কুটারের ওজন ১০৭ কিলোগ্রাম।

আরও পড়ুন- Ola Scooter Features: ওলার ইলেকট্রিক স্কুটারে থাকবে রিভার্স মোড, হাই-স্পিডেও চালানো যাবে রিভার্স গিয়ারে