Ola Scooter Features: ওলার ইলেকট্রিক স্কুটারে থাকবে রিভার্স মোড, হাই-স্পিডেও চালানো যাবে রিভার্স গিয়ারে

মোট ১০টি রঙে আগামী ১৫ অগস্ট চারতে লঞ্চ হবে ওলার ইলেকট্রিক স্কুটার।

Ola Scooter Features: ওলার ইলেকট্রিক স্কুটারে থাকবে রিভার্স মোড, হাই-স্পিডেও চালানো যাবে রিভার্স গিয়ারে
১৫ অগস্ট ভারতে লঞ্চ হবে ওলার ইলেকট্রিক স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 4:20 PM

আগামী ১৫ অগস্ট ভারতে লঞ্চ হবে ওলার ইলেকট্রিক স্কুটার। বহু প্রতীক্ষিত এই ই-স্কুটার লঞ্চের আগে তার একটি নতুন ফিচার প্রকাশ করল সংস্থা। ওলার সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, এই ইলেকট্রিক স্কুটারে একটি রিভার্স মোড থাকবে। টুইটে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি ঘোষণা করেছেন যে, ওলার ইলেকট্রিক স্কুটার রিভার্স গিয়ারেও চালানো যাবে। সংস্থার তরফে এও জানানো হয়েছে যে, উচ্চ গতি বা হাই স্পিডে থাকলে তখনও ওলার ইলেকট্রিক স্কুটারে রিভার্স মোড ব্যবহার করতে পারবেন আরোহীরা।

দেখুন ভাবিশ আগরওয়ালের টুইট

গত ১৫ জুলাই নেদারল্যান্ডের সংস্থা ওলা- র ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং শুরু হয়েছিল ভারতে। ওলার ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই এক লক্ষের বেশি ই-স্কুটার বুক হয়। মাত্র ৪৯৯ টাকার বিনিময়ে অনলাইনে ই-স্কুটার প্রি-বুক করা সম্ভব হয়েছিল। সেই সঙ্গে ওলা কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে এই ৪৯৯ টাকা আবার ফেরতযোগ্য। জানা গিয়েছে, প্রায় ১০০০- এরও বেশি শহর থেকে আগ্রহীরা ওলার ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং করেছেন। টুইট করেই এ কথা জানিয়েছেন ওলা সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল।

অন্যদিকে, ওলা সংস্থার দাবি, তাদের ইলেকট্রিক স্কুটারে ০ থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ১৮ মিনিট। আর এই পরিমাণ চার্জে ৭৫ কিলোমিটার পর্যন্ত সফর করা সম্ভব বলে জানিয়েছে ওলা সংস্থা। সেই সঙ্গে তারা এও জানিয়েছে যে, ই-স্কুটারে পুরো চার্জ অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে ১৫০ কিলোমিটার সফর করা যাবে। ১০টি রঙে দেশে আত্মপ্রকাশ করবে এই ই-স্কুটার। থাকবে বিভিন্ন উজ্জ্বল রঙ যেমন- লাল, গোলাপি এবং হলুদ। এছাড়াও হাল্কা রঙের শেডের মধ্যে থাকবে সাদা এবং রুপোলি। এখনও প্রতিটি মডেলের রঙে নির্দিষ্ট নাম প্রকাশ করেনি ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা। তবে কালো, হাল্কা নীল, সাদা আর গোলাপি রঙে যে ওলার স্কুটার লঞ্চ হবে, তার আভাস আগেও পাওয়া গিয়েছিল। ই-স্কুটারের দাম প্রসঙ্গেও এখনও কিছু জানায়নি ওলা সংস্থা।

ওলার ইলেকট্রিক স্কুটারে থাকবে ডুয়াল প্রোজেক্টর হেডল্যাম্প, রিমুভেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি, সিটের নীচে হেলমেট রাখার জায়গা, স্প্লিট টাইপ রেয়ার গ্র্যাব হ্যান্ডেল, লাগেজ নেওয়ার জন্য একটি হুক, এক্সটারনাল চার্জিং পোর্ট, সিঙ্গল-পিস সিট, কালো রঙের ফ্লোর ম্যাট এবং একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই-স্কুটারের ডিজাইন বেশ ঝকঝকে, স্মার্ট এবং স্লিক। তামিলনাড়ুতে তৈরি হয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার তৈরির কারখানা।

আরও পড়ুন- Benelli India New Showroom : বেনেলি ইন্ডিয়া কেরলে তাদের নতুন শোরুম খুলছে