AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Scooter: ফুল চার্জে চলবে 100 কিমি, 7 সেকেন্ডে 40 কিমি/ঘণ্টা স্পিড তুলবে Joy e-bike-এর ইলেকট্রিক স্কুটার

Joy E-Bike Electric Scooter: ওয়ার্ডউইজার্ড (WardWizard) ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী ব্র্যান্ড জয় ই-বাইক (Joy e-bike) 12 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করেছে। গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত 16তম অটো এক্সপো-র (Auto Expo-2023) মঞ্চ থেকে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে।

Electric Scooter: ফুল চার্জে চলবে 100 কিমি, 7 সেকেন্ডে 40 কিমি/ঘণ্টা স্পিড তুলবে Joy e-bike-এর ইলেকট্রিক স্কুটার
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 12:38 PM
Share

Auto Expo-2023: 12 জানুয়ারি থেকে নয়ডায় অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অটোমোবাইল শো Auto Expo-2023। তবে 2020 সালে শেষ অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টটি। বছর দুয়েকের সাময়িক বিরতি নিয়ে আবারও 2023-এ শুরু হবে অটো এক্সপো। 2023-এর অটো এক্সপোর তালিকায় যুক্ত হয়েছে, বেশ কিছু নতুন ব্যাটারি চালিত গাড়ির। ওয়ার্ডউইজার্ড (WardWizard) ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী ব্র্যান্ড জয় ই-বাইক (Joy e-bike) 12 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করেছে। গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত 16তম অটো এক্সপো-র (Auto Expo-2023) মঞ্চ থেকে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে। ই-স্কুটিরটির নাম রাখা হয়েছে মিহস (Mihos)। এটি একটি হাইস্পিড ইলেকট্রিক স্কুটার। ই-স্কুটিরটির দাম ধার্য করা হয়েছে 1.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Mihos-এর স্পেসিফিকেশন:

Mihos-এ শক্তির উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি 74 ভোল্ট 40 অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা থেকে 2.5 কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন হয়। সংস্থার দাবি একবার চার্জে স্কুটারটি 100 কিমি পথ দৌড়তে পারবে। সংস্থাটি জানিয়েছে Mihos-এ ব্যবহার করা হয়েছে পলি ডাইসাইক্লোপেন্টাডাইন (PDCPD) উপাদান। এর ফলে গাড়ির কোনও অংশ সহজে ভাঙবে না। 40 কিমি প্রতি ঘন্টার গতিবেগ 7 সেকেন্ডের কম সময়ে তুলতে সক্ষম এই ই-স্কুটিরটি।

এছাড়া স্কুটারটিতে স্মার্ট কানেক্টিভিটি, রিমোট অ্যাপ্লিকেশন রয়েছে। যার সাহায্যে ব্যাটারির অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব। এতে ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম সহ একটি টুইন ডিস্ক ব্রেক রয়েছে। এতে আর্গোনোমিক আকার দেওয়া হয়েছে, যার ফলে জনবহুল রাস্তাতেও খুব সহজেই পাশ কাটিয়ে এগিয়ে যাবে Mihos। এতে রিভার্স মোড, জিপিএস সিস্টেম এবং অ্যান্টিথেফ্ট-এর সুবিধা দেওয়া হয়েছে।

Mihos মেটালিক ব্লু, সলিড ব্ল্যাক গ্লসি, সলিড ইয়েলো গ্লসি এবং পার্ল হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে। এছাড়াও এর ফিচারের তালিকায় রয়েছে জিও ফেন্সিং, হাইড্রোলিক ব্রেক, অডিও প্লেব্যাক এবং ভেহিকেল ট্র্যাকিং ফাংশনালিটি। Mihos-এ 1,360 মিমি হুইলবেস যুক্ত টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনো রিভার্সিবেল স্প্রিং সেটআপ রয়েছে।