AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL New Plans: সস্তার চার প্ল্যান সরিয়ে 269 টাকা ও 769 টাকার প্যাক নিয়ে হাজির সরকারি BSNL

BSNL News: সরকারি টেলিকম সংস্থা BSNL তার চারটি সস্তার প্ল্যান বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে রাষ্ট্রায়ত্ত টেলকোটি 269 টাকা ও 769 টাকার দুটি প্যাক লঞ্চ করেছে। এই নতুন প্ল্যান দুটির অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

BSNL New Plans: সস্তার চার প্ল্যান সরিয়ে 269 টাকা ও 769 টাকার প্যাক নিয়ে হাজির সরকারি BSNL
নতুন প্ল্যান নিয়ে হাজির সরকারি BSNL।
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 3:07 PM
Share

BSNL তার একাধিক প্ল্যান পরিবর্তন করছে বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে টক্কর দেওয়ার জন্য। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তার ওয়েবসাইট থেকে 71 টাকা, 104 টাকা, 135 টাকা এবং 395 টাকার এই চারটি প্ল্যান তুলে নিয়েছে। এই BSNL প্ল্যানগুলি জনপ্রিয় ছিল না এবং সংস্থাটি কোনও দিক থেকেই প্ল্যানগুলির দ্বারা উপকৃত হতে পারছিল না। এখন এই চারটি প্ল্যান তুলে নিয়ে BSNL দুটি নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। নতুন BSNL STVগুলি রিচার্জ করতে কাস্টমারদের যথাক্রমে 269 টাকা ও 769 টাকা খরচ করতে হবে। প্রসঙ্গত, সরকারি টেলিকম সংস্থাটি এই মুহূর্তে দেশে 4G রোলআউটের তোড়জোড় শুরু করেছে। চলতি বছরেই ভারতে BSNL 4G চালু করা হবে। পরের বছর অর্থাৎ 2024 সালে BSNL5G লঞ্চের কথা।

BSNL যে চারটি প্ল্যান তুলে নিল

BSNL 71 টাকার প্ল্যান – এই প্ল্যানে BSNL তার গ্রাহকদের প্রতি মিনিটের কলিংয়ের জন্য 30 পয়সা করে চার্জ করত। কোনও ফ্রি কলিং এবং ফ্রি মেসেজ অফার করা হয় না প্ল্যানটিতে। 30 দিন বৈধতার এই প্ল্যানে BSNL গ্রাহকরা 20 টাকার ইউসেজ ভ্যালু পেয়ে যান।

BSNL 104 টাকার প্ল্যান – এই প্ল্যানের বৈধতা 18 দিন। প্যাকটিতে গ্রাহকদের স্পেশ্যাল ডিসকাউন্ট কুপন এবং 99 টাকার বেনিফিটিস অফার করা হয়।

BSNL 135 টাকার প্ল্যান – এই 135 টাকার STV প্ল্যানে BSNL গ্রাহকদের 1440 মিনিটের কলিং টাইম অফার করা হয়, যার মধ্যে অন-নেট, অফ-নেট দুই-ই রয়েছে। তবে কোনও ডেটা বেনিফিট অফার করা হয় না প্ল্যানটিতে। এই প্যাকের বৈধতা 24 দিন।

BSNL 395 টাকার প্ল্যান – রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির একটি স্পেশ্যাল ট্যারিফ ভাউচার হল এই 395 টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের 3000 মিনিটের অন-নেট কলিং এবং 1800 মিনিটের অফ নেট কলিং অফার করা হয়। তবে এই বেনিফিট পেতে কাস্টমারদের প্রতি মিনিটে 20 পয়সা করে খরচ করতে হবে। অতিরিক্ত অফারের দিক থেকে এই প্ল্যানে গ্রাহকরা 71 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2GB করে ডেটার অফার পেয়ে যান।

BSNL-এর নতুন 269 টাকা ও 769 টাকার প্ল্যান

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি চারটি প্ল্যান যেমন তুলে নিয়েছে, তেমনই আবার দুটি প্ল্যান নিয়েও এসেছে। এই প্ল্যানগুলিকে BSNL-এর ফেস্টিভ্যাল ধামাকা অফারের আওতায় লঞ্চ করা হয়েছে। নতুন STVগুলির জন্য BSNL গ্রাহকদের যথাক্রমে 269 টাকা ও 769 টাকা খরচ করতে হয়। এদের মধ্যে 269 টাকার BSNL প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, প্রতিদিন 100টা SMS, BSNL টিউনস, Zing অ্যাপ অ্যাক্সেস এবং Eros Now সাবস্ক্রিপশন অফার করা হবে।

অন্য দিকে BSNL STV 769 টাকার প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, BSNL টিউন অ্যাক্সেস, Lokdhun অ্যাপ্লিকেশনের কন্টেন্ট, Zing অ্যাপের অ্যাক্সেস এবং 90 দিনের জন্য Eros Now এন্টারটেইনমেন্ট অ্যাক্সেস অফার করা হয়।