AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Social Media: বিশেষভাবে সক্ষমদের জন্য বাংলায় নতুন ভয়েস বেসড সোশ্যাল প্ল্যাটফর্ম

Enable Vaani: বেঙ্গালুরুর স্বেচ্ছাসেবী সংস্থা EnAble India-এর তরফে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে সমস্ত স্থানীয় বাংলা ভাষাভাষীদের জন্য একটি ভয়েসভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম চালু করেছে।

Bengali Social Media: বিশেষভাবে সক্ষমদের জন্য বাংলায় নতুন ভয়েস বেসড সোশ্যাল প্ল্যাটফর্ম
প্রতিকী ছবি:শুভ্রনীল দে
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 4:16 PM
Share

Social Media Platform: স্বাধীনভাবে সকল অধিকার নিয়ে বাঁচার অধিকার সবার আছে। যারা শারীরিকভাবে সক্ষম, তাঁরা যতটা সাবলীলভাবে নিজেদের প্রতিভা সকলের সামনে প্রকাশ করতে পারেন, বিশেষভাবে সক্ষম (চলতি কথায় প্রতিবন্ধী) মানুষজন দুর্ভাগ্যবশত সেই সুযোগ থেকে অনেকাংশেই বঞ্চিত হন। এই ঘোরতর বাস্তব থেকেই বেঙ্গালুরুর এক স্বেচ্ছাসেবী সংস্থা EnAble India-র ভাবনা: ভয়েস বেসড সোশ্যাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের সাহায্য করা। সেই ভাবনার ফসল হিসেবেই সম্প্রতি কলকাতায় যাত্রা শুরু করল ওই ভয়েস বেসড সোশ্যাল প্লাটফর্ম। বিশেষভাবে সক্ষম মানুষেরা যাতে তাঁদের জীবন সংগ্রামের কথা গোটা বিশ্বের কাছে মেলে ধরতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। এই অডিও প্লাটফর্মটি তথাকথিত সুস্থ এবং বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে এক ধরনের সেতুর কাজ করবে বলে জানা যাচ্ছে। বিশেষত এই পরিষেবার সুবিধা পাবেন গ্রাম বাংলার বিশেষভাবে সক্ষম মানুষেরা।

enable india

পশ্চিমবঙ্গের গ্রামীণ অংশে বিশেষভাবে সক্ষম (Person With Disabilities অর্থাৎ PWD ) সংখ্য়া বেশি। বেঙ্গালুরুর স্বেচ্ছাসেবী সংস্থা EnAble India-এর তরফে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে সমস্ত স্থানীয় বাংলা ভাষাভাষীদের জন্য একটি ভয়েসভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম চালু করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘আমাদের বাণী’। Enable Vaani হল একটি মডারেটেড ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স (IVR) সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কল ও রেকর্ডের মাধ্য়মে দরকারি তথ্য মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন।

ভারতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের 70% (PwD) গ্রামীণ এলাকায় বাস করে। সমাজে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সবচেয়ে বড় সমস্যা হল :দৃষ্টিভঙ্গিগত ফারাক। অর্থাৎ তথাকথিত সমাজের চোখ দিয়ে যেভাবে দেখা হয় বিশেষভাবে সক্ষমদের। 2011 সালের একটি গবেষণা অনুসারে, পশ্চিমবঙ্গে 20 লক্ষেরও বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তি আছেন এবং ‘আমাদের বাণী’ এই বিশাল সংখ্যাগরিষ্ঠের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এই প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগের জন্য কোনও ইন্টারনেটের প্রয়োজন নেই। একটি বেসিক মোবাইল ফোন থাকলেই হবে।

এর আগে 2016 সালে কন্নড় ভাষায় ‘নম্মা বাণী’ এবং 2017 সালে হিন্দিতে ‘হামারি বাণী’ নামে চালু করা হয়েছিল। এনএবল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং সিএমডি দীপেশ সুতারিয়া বলেছেন, “Enable Vaani বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যোগাযোগের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আজ আমরা প্রতি মিনিটে দু’টি করে কল পাই এবং এটি শুধুমাত্র দু’টি ভাষায় (কন্নড় ও হিন্দী)। এখন থেকে বাংলা ভাষাও তাতে যোগ হল। সমাজে ওঁদের সব থেকে বেশি সমস্য়া দেখা দেয় প্রশিক্ষণ এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে।”