AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্লিপকার্টে Republic Day সেল কবে শুরু? মাত্র 49 টাকায় সারুন শপিং

Flipkart Republic Day Sale: এই Republic Day sale-এ ফ্যাশন ও অ্যাকসেসরিজেও ছাড় দেওয়া হচ্ছে। এটি 50-80% ছাড়ে কেনা যাবে। ই-কমার্স সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Puma-র জুতো এবং অন্যান্য অনেক আইটেম 80% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাবে। গ্রাহকরা 50-80% ছাড়ে টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও কিনতে পারবেন। এছাড়াও আপনি যদি ল্যাপটপ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন।

ফ্লিপকার্টে Republic Day সেল কবে শুরু? মাত্র 49 টাকায় সারুন শপিং
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 7:12 PM
Share

নতুন বছর শুরু হতেই একের পর এক সেল চলছে অনলাইনে। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ফ্লিপকার্টে সেল শুরু হতে চলেছে। Republic Day sale-শুরু হবে 14 জানুয়ারি এবং এর শেষ দিন 19 জানুয়ারি। ইতিমধ্যেই ই-কমার্স সাইটটিতে এই সেলের পোস্টার প্রকাশ পেয়েছে। আর তা থেকেই বোঝা যাচ্ছে, সেলে যে কোনও জিনিস অনেক কমে কিনতে পারবেন। সেলের জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে এবং এখানে অনেকগুলি ডিল প্রকাশ করা হয়েছে। এই সেলে আপনি স্মার্টফোনের উপর প্রচুর ছাড় দেবে। এই সেলে আপনি Apple মোবাইল, Realme মোবাইল, Samsung মোবাইল, Poco মোবাইলও সস্তায় কেনা যাবে। তবে এই সব স্মার্টফোনে কত টাকা করে ছাড় পাওয়া যাবে, সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

এই Republic Day sale-এ ফ্যাশন ও অ্যাকসেসরিজেও ছাড় দেওয়া হচ্ছে। এটি 50-80% ছাড়ে কেনা যাবে। ই-কমার্স সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Puma-র জুতো এবং অন্যান্য অনেক আইটেম 80% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাবে। যেখানে গয়না 90% পর্যন্ত ছাড়ে কেনা যাবে। ঘড়িতে 80% পর্যন্ত ছাড় পাবেন।

টিভি এবং অন্যান্য ইলেকট্রনিকস…

গ্রাহকরা 50-80% ছাড়ে টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও কিনতে পারবেন। এছাড়াও আপনি যদি ল্যাপটপ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। এই সেলে আপনি ল্যাপটপে প্রচুর ছাড় পাবেন। এই সেলে 10 হাজার টাকার মধ্যে অনেক ল্যাপটপ কিনতে পারবেন। আর সবচেয়ে বিক্রি হওয়া টিভিগুলিতে 7199 টাকা ছাড় পাবেন। এখানেই শেষ নয়, এই সেলে আপনি 75% ছাড়ে অ্যাপ্লায়েন্স কিনে আনতে পারবেন। জুসার মিক্সার, গ্রাইন্ডার, টোস্টার, মাইক্রোওয়েভের মতো অনেক আইটেমে ডিসকাউন্ট পাবেন।

49 টাকাতেও অনেক জিনিস পাবেন:

এই সেলের মধ্যে, রান্নাঘরের বিভিন্ন দরকারি জিনিস পাবেন। আর তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 49 টাকা। তবে 49 টাকা থেকে শুরু করে অনেক বেশি দামের জিনিও কিনতে পারবেন। আসবাবপত্র এবং গদি 80% পর্যন্ত ছাড়ে কেনা যাবে।