ভারতে অ্যানড্রয়েড ইউজারদের জন্য রিলিজ হয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভিডিয়ো গেম। আইওএস ইউজারদের জন্য এখনও এই গেম লঞ্চ হয়নি দেশে। কবে হবে তাও জানায়নি গেম নির্মাণ সংস্থা ক্র্যাফটন। তবে সম্প্রতি অ্যানড্রয়েড ভার্সানের ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের জন্য নতুন সিজন চালু করতে চলেছে দক্ষিণ কোরিয়ার এই গেমিং সংস্থা। আসতে চলেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সিজন ২০। আগামী ১৪ জুলাই সিজন ১৯ শেষ হবে বলে জানিয়েছে ক্র্যাফটন। নতুন সিজনে র্যাঙ্কিং সিস্টেম, রয়্যাল পাস রোলআউট, নতুন অ্যাব্রিভিয়েশন এবং আরও অনেক কিছু যুক্ত হতে চলেছে বলে জানা গিয়েছে।
ক্র্যাফটনের অফিশিয়াল ওয়েবসাইটে সিজন ১৯ শেষ হওয়া দিন (১৪ জুলাই) ঘোষণা করা হয়েছে। রয়্যাল পাস- এর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নতুন সিজন বা ২০ নম্বরে সিজনে যে বদল আসবে তা চালু করা হবে ‘cycles moving forward- এর ভিত্তিতে। এক্ষেত্রে তিনটি সিজনকে একটা সাইকেল বা সিঙ্গল সাইকেল হিসেবে ধরা হবে। পরপর তিনটি সাইকেল মিলিত হয়ে একটা সাইকেল শেষ হলে পরবর্তী সাইকেল শুরু হবে। একটি সাইকেলের নির্দিষ্ট টায়ারের মধ্যে সীমিত থাকবে অতিরিক্ত রিওয়ার্ড।
জানা গিয়েছে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে রয়্যাল পাস সিজন ২০ শুরুর মাধ্যমে ক্র্যাফটন মাসিক ভিত্তিতে একটা করে সিজন চালাবে। আগে দু’মাস ধরে একটা রয়্যাল পাস চলত। এবার থেকে সেটা একমাস ধরে চলবে। প্রত্যেক মাসে আলাদা আলাদা রয়্যাল পাস রিলিজ করবে এই গেম। জানা গিয়েছে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সিজন ২০ শুরু হবে ১৪ জুলাই সন্ধে ৭টা ৩০মিনিট (ভারতীয় সময়) থেকে। এই সিজনের নাম এম১। পরবর্তী ২১ নম্বর সিজনের নাম এম২। এও এম১, এম২ এগুলোই হল নতুন অ্যাব্রিভিয়েশন।
গেমিং কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমা পর্যন্তই একটা সিজন অ্যাকসেস করতে পারবেন গেমাররা। একবার সিজন শেষ হয়ে গেলে আর তা খেলা যাবে না। ১৪ জুলাই ভারতীয় সময় সকাল ৫টা ২৯মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের সিজন ১৯ খেলতে পারবেন গেমাররা।
আরও পড়ুন- PS5 India Restock: ফের প্রি-বুকিংয়ের অফার চালু করল সোনি! রিস্টক হয়েছে পিএস৫ এবং পিএস৫ ডিজিটাল এডিশন