AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Gaming Show 2023: কোভিডের পর এই প্রথম ইন্ডিয়া গেমিং শো, ব্যাপক ছাড়ে PlayStation 5

PS5 India Restock: দিল্লির প্রগতি ময়দানে 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে India Gaming Show 2023। সেখানেই কম দামে পাওয়া যাচ্ছে সনি-র PlayStation 5 গেমিং কনসোলটি।

India Gaming Show 2023: কোভিডের পর এই প্রথম ইন্ডিয়া গেমিং শো, ব্যাপক ছাড়ে PlayStation 5
কম দামে PS5 এবার ইন্ডিয়া গেমিং শো'তে।
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 11:57 PM
Share

PlayStation 5 Offer: কোভিড অতিমারির পর এই প্রথম ভারতে আবার India Gaming Show-এর আসর বসেছে। এই একটা শো’য়ের মধ্যে দিয়েই গেমিং, টেক ব্র্যান্ড এবং স্টার্টআপগুলি তাদের নানাবিধ নতুন প্রডাক্টের সঙ্গে অনুরাগীদের পরিচয় করায়। সনির PlayStation 5 থেকে শুরু করে OnePlus, LG কোন ব্র্যান্ড আপনি সেখানে পাবেন না! এবার PlayStaion তাদের কিয়স্কে PlayStation 5 বিক্রি করছে। সেই সঙ্গেই আবার সেখানে PS5-এর একাধিক অ্যাক্সেসারিজ়ও খুব কম দামে উপলব্ধ করা হয়েছে। এখন আপনি যদি কম দামে গেমিং কনসোলটি ক্রয় করতে চান, তাহলে এটাই সবথেকে ভাল সময়।

দিল্লির প্রগতি ময়দানে 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে India Gaming Show 2023। সেখানেই কম দামে পাওয়া যাচ্ছে সনি-র PlayStation 5 গেমিং কনসোলটি। PS5-এর ডিস্ক এডিশন আপনি কিয়স্ক থেকে পেয়ে যাবেন 54,999 টাকায়। এছাড়া বেসিক এডিশনের পাশাপাশি God Of War: Ragnarok-ও বিক্রয়ের জন্য উপলব্ধ করা হয়েছে।

কিয়স্কে PlayStation-এর যে সব অ্যাক্সেসরিজ় পাওয়া যাচ্ছে, তার মধ্যে রয়েছে DualSense এবং তার সঙ্গেই সদ্য লঞ্চ হওয়া DualSense এজ কন্ট্রোলার, ফেস প্লেটস, পাল্‌স 3D ওয়্যারলেস হেডসেট সহ আরও অনেক কিছু।

এখানে আপনি DualSense কন্ট্রোলারগুলি যে কোনও রং নির্বিশেষে পেয়ে যাবেন 6,000 টাকায়। যদিও সদ্য লঞ্চ হওয়া Dual Sense Edge ও অন্যান্য অ্যাক্সেসরিজ়ে কোনও ছাড় দেওয়া হচ্ছে না। এই ইভেন্ট থেকে আপনি যে গেমগুলি পেয়ে যাবেন, তার মধ্যে রয়েছে God of War Ragnarok, Last of Us Part 2, Uncharted, Horizon Forbidden West, GTA V, এবং Deathloop-সহ আরও অনেক কিছু।

এছাড়া ইন্ডিয়া গেমিং শো-তে Horizon Forbidden West পেয়ে যাবেন মাত্র 2,999 টাকায়। অন্য দিকে Spider-Man Miles Morale-এর জন্য আপনাকে মাত্র 1,999 টাকা খরচ করতে হবে। রয়েছে Uncharted Legacy of Thieves Collection-ও, যার স্পেশ্যাল প্রাইস 1,499 টাকা মাত্র।