ভারতে নয়া গেমিং মাউস লঞ্চ করেছে লজিটেক সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে লজিটেক জি প্রো এক্স সুপারলাইট (Logitech G Pro X Superlight) ওয়্যারলেস গেমিং মাউস (Wireless gaming Mouse)। বিভিন্ন ই-স্পোর্টস খেলার জন্য এই মাউস আদর্শ বলা হচ্ছে। এছাড়াও এই গেমিং মাউসে প্রো-গ্রেড ওয়্যারলেস টেকনোলজি রয়েছে। হাল্কা ওজনের এই মাউসে সব মিলিয়ে মোট পাঁচটি বাটন রয়েছে। শোনা যাচ্ছে, ৬৩ গ্রামের মধ্যে ওজন লজিটেকের এই নতুন গেমিং মাউসের। সাধারণ জি প্রো ওয়্যারলেস মাউসের তুলনায় লজিটেকের এই নতুন গেমিং মাউস ওজনের প্রায় ২৫ শতাংশ হাল্কা। অনেকটা জায়গা জুড়ে যাতে এই মাউস খুব সহজভাবে চলতে পারে সেই জন্য লজিটেকের নতুন গেমিং মাউসে রয়েছে PTFE feet ফিচার। তরুণ প্রজন্মের মধ্যে গেম খেলার ঝোঁক অনেকেরই রয়েছে। আর তাঁদের মধ্যে অনেকেই ফোনের তুলনায় কম্পিটারে গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই গেমারদের জন্যই হাল্কা ওজনের নতুন ওয়্যারলেস গেমিং মাউস লঞ্চ করেছে লজিটেক সংস্থা।
ভারতে লজিটেক জি প্রো এক্স সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউসের দাম কত?
ভারতে সম্প্রতি যে গেমিং মাউস লজিটেক কোম্পানি লঞ্চ করেছে তার দাম ১৩,৫৯৫ টাকা। কালো, ম্যাজেন্টা এবং সাদা- এই তিন রঙে পাওয়া যাবে লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউস।
একনজরে দেখে নেওয়া যাক লজিটেকের নতুন ওয়্যারলেস গেমিং মাউসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
আরও পড়ুন- COD Modern Warfare 2: কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ২ আসছে, ছোট্ট টিজ়ারে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা