AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day: প্রেমের মাসে NEW STATE MOBILE-এ স্পেশ্যাল ইভেন্ট, আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

Valentine’s Day Themed Event: প্রেমের মাস উদযাপনে নতুন স্পেশ্যাল ইন-গেম ইভেন্ট লঞ্চ করল NEW STATE MOBILE। ইভেন্টের নাম ‘TAKE HEART, NEW STATE’। এই ইভেন্ট নিউ স্টেট মোবাইল প্লেয়ারদের ডেইলি মিশন এবং আকর্ষণীয় পার্মানেন্ট গুডিজ় জেতার সুযোগ করে দেবে।

Valentine’s Day: প্রেমের মাসে NEW STATE MOBILE-এ স্পেশ্যাল ইভেন্ট, আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
প্রেমের মাসে নিউ স্টেট মোবাইলে বিশেষ ইভেন্ট।
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 2:02 PM
Share

NEW STATE MOBILE: প্রেম দিবসের পর্ব শুরু হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ভারতেও তা নিয়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে উচ্ছ্বাস কম নয়। চতুর্দিকে যদি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, তাহলে দেশের গেমাররাই বা কেন বাদ যাবেন! সেই কথাটা মাথায় রেখেই প্রেমের মাস উদযাপনে নতুন স্পেশ্যাল ইন-গেম ইভেন্ট লঞ্চ করল NEW STATE MOBILE। ইভেন্টের নাম ‘TAKE HEART, NEW STATE’। এই ইভেন্ট নিউ স্টেট মোবাইল প্লেয়ারদের ডেইলি মিশন এবং আকর্ষণীয় পার্মানেন্ট গুডিজ় জেতার সুযোগ করে দেবে। আর সেই সব গুডিজ়ের থিম হবে লভ অ্যান্ড টুগেদারনেস। কাপল আউটফিট, থিমড ওয়েপন স্কিন এবং গ্যারান্টেড আইটেম সহযোগে একাধিক থিম ফিচার করবে এই ইভেন্টে।

ফ্রি রিওয়ার্ড ডিততে পাবজি নিউ স্টেট বা নিউ স্টেট মোবাইল প্লেয়ারদের গেমের অফিসিয়াল ওয়েবসাইটের ‘TAKE HEART, NEW STATE’ পেজে যেতে হবে। এবং সেখানে গিয়ে ‘Event’ সেকশনে ক্লিক করতে হবে। এখানে গেলে প্লেয়াররা ডেইলি লগইন থেকে শুরু করে ড্রেসিং রুমের লাইক, বন্ধুদের গিফট পাঠানো, বন্ধুদের সঙ্গে চিকেন ডিনার জিতে নেওয়ার মতো একাধিক মিশন খুঁজতে পারবেন। প্রতিটি মিশনেই প্লেয়ারদের পয়েন্ট অ্যালট করা হবে। এর মাধ্যমে প্লেয়াররা নিম্নলিখিত রিওয়ার্ডগুলি কালেক্ট করতে পারবেন।

3 পয়েন্ট – লভ অফ দ্য নিউ স্টেট ‘LO’ টিশার্ট 7 পয়েন্ট – লভ অফ দ্য নিউ স্টেট ‘VE’ টিশার্ট 15 পয়েন্ট – লাভ অফ দ্য নিউ স্টেট পিঙ্ক টিশার্ট 20 পয়েন্ট – রয়্যাল চেস্ট V2 তার সঙ্গে গ্যারান্টেড আইটেম, যেমন ঘটতকচ, রিংটেল মাঙ্কি আইটেম-সহ আরও অনেক কিছু 30 পয়েন্ট – লভ অফ দ্য নিউ স্টেট AKM স্কিন 37 পয়েন্ট – লভঅফ দ্য নিউ স্টেট SLR স্কিন

21 ফেব্রুয়ারি থেকে এই ইভেন্টগুলি লাইভ হয়ে যাবে। নিউ স্টেট মোবাইলের অফিসিয়াল পেজে গিয়ে লগইন করলেই এই প্রেমের মাসে গেম খেলে আপনি কিছু আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন। প্রিয়জনদের সঙ্গে কিছু ভাল মুহূর্তও কাটানোর সুযোগ দেবে এই পেজ।