Redmi Gaming Laptop: নতুন গেমিং ল্যাপটপ ‘রেডমি জি ২০২১’ লঞ্চ হয়েছে, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 23, 2021 | 10:14 PM

আপাতত চিনে লঞ্চ হয়েছে রেডমির এই গেমিং ল্যাপটপ। তবে গ্লোবাল মার্কেটে রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপ কবে লঞ্চ হবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। 

Redmi Gaming Laptop: নতুন গেমিং ল্যাপটপ রেডমি জি ২০২১ লঞ্চ হয়েছে, দাম কত?
চিনে লঞ্চ হয়েছে রেডমির নতুন গেমিং ল্যাপটপ।

Follow Us

নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি সংস্থা। গত বছর লঞ্চ হয়েছিল রেডমি জি। এবার তারই আপগ্রেডেড এবং আপডেটেড ভার্সান রেডমি জি ২০২১ লঞ্চ হয়েছে। চিনে ২২ সেপ্টেম্বর লঞ্চ হয়েছে এই গেমিং ল্যাপটপ। রেডমির এই গেমিং ল্যাপটপ লঞ্চ হয়েছে Intel এবং AMD, এই দুই ভ্যারিয়েন্টে। দুটো মডেলেই রয়েছে ১৪৪Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১৬ জিবি র‍্যাম। এছাড়াও এই ল্যাপটপের দুই ভ্যারিয়েন্টেই রয়েছে ৫১২ জিবি স্টোরেজ। এর পাশাপাশি এই ল্যাপটপ উইন্ডোজ ১১- তে আপগ্রেড করা যাবে।

রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপের Intel ভ্যারিয়েন্টে রয়েছে 11th Gen Intel Core i5 প্রসেসর। এছাড়া রেডমির এই গেমিং ল্যাপটপের AMD  ভ্যারিয়েন্টে রয়েছে AMD Ryzen 7 প্রসেসর। এর পাশাপাশি রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপের দু’টি ভ্যারিয়েন্টেই রয়েছে শাওমির Hurricane Cooling 3.0 ফিচার। এখানে রয়েছে দুটো বড় সাইজের ফ্যান। যেহেতু এটি গেমিং ল্যাপটপ, তাই অনেকক্ষণ নাগাড়ে গেম খেললে ল্যাপটপ গরম হয়ে গেলে যাতে ভিতরের তাপ বেরিয়ে যেতে পারে এবং ডিভাইস ঠাণ্ডা থাকে, সেই জন্য এই কুলিং ফিচার রয়েছে।

রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপের দাম

  • চিনে রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপের Intel Core i5 মডেলের দাম CNY ৫৬৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪,৯০০ টাকা।
  • এই ল্যাপটপের AMD Ryzen 7 ভ্যারিয়েন্টের দাম CNY ৬৯৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৭৯,৭০০ টাকা।

ইন্টেল ভ্যারিয়েন্ট বৃহস্পতিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে চিনে বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে AMD ভ্যারিয়েন্ট কেনা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। গ্লোবাল মার্কেটে রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপ কবে লঞ্চ হবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য

  • আপাতত এই ল্যাপটপে উইন্ডোজ ১০ চালু থাকলেও ভবিষ্যতে তা উইন্ডোজ ১১-তে পরিবর্তন করা সম্ভব।
  • ১৬.১ ইঞ্চির একটি ডিসপ্লে বা স্ক্রিন রয়েছে রেডমির নতুন গেমিং ল্যাপটপে।
  • ইন্টেল ভ্যারিয়েন্টে রয়েছে 11th Gen Intel Core i5-11260H প্রসেসর। সেই সঙ্গে রয়েছে Nvidia GeForce RTX 3050 গ্রাফিক্স কার্ড।
  • অন্যদিকে AMD ভ্যারিয়েন্টে রয়েছে AMD Ryzen 7 5800 প্রসেসর এবং Nvidia GeForce 3060 গ্রাফিক্স কার্ড।
  • রেডমির এই গেমিং ল্যাপটপে ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি এবং DTS:X Ultra 3D সারাউন্ড সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
  • এছাড়াও রয়েছে টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট, three-level backlit কিবোর্ড এবং Xiao AI ডিজিটাল অ্যাসিসট্যান্ট।
  • রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপের Intel ভ্যারিয়েন্টে রয়েছে ১৮০W পাওয়ার অ্যাডাপ্টার। আর AMD মডেলে রয়েছে ২৩০W পাওয়ার অ্যাডাপ্টার।

আরও পড়ুন- BGMI Hackers: ভারতে বিজিএমআইয়ের গেমপ্লেতে হ্যাকিং বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল ক্রাফটন!

Next Article