নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি সংস্থা। গত বছর লঞ্চ হয়েছিল রেডমি জি। এবার তারই আপগ্রেডেড এবং আপডেটেড ভার্সান রেডমি জি ২০২১ লঞ্চ হয়েছে। চিনে ২২ সেপ্টেম্বর লঞ্চ হয়েছে এই গেমিং ল্যাপটপ। রেডমির এই গেমিং ল্যাপটপ লঞ্চ হয়েছে Intel এবং AMD, এই দুই ভ্যারিয়েন্টে। দুটো মডেলেই রয়েছে ১৪৪Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১৬ জিবি র্যাম। এছাড়াও এই ল্যাপটপের দুই ভ্যারিয়েন্টেই রয়েছে ৫১২ জিবি স্টোরেজ। এর পাশাপাশি এই ল্যাপটপ উইন্ডোজ ১১- তে আপগ্রেড করা যাবে।
রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপের Intel ভ্যারিয়েন্টে রয়েছে 11th Gen Intel Core i5 প্রসেসর। এছাড়া রেডমির এই গেমিং ল্যাপটপের AMD ভ্যারিয়েন্টে রয়েছে AMD Ryzen 7 প্রসেসর। এর পাশাপাশি রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপের দু’টি ভ্যারিয়েন্টেই রয়েছে শাওমির Hurricane Cooling 3.0 ফিচার। এখানে রয়েছে দুটো বড় সাইজের ফ্যান। যেহেতু এটি গেমিং ল্যাপটপ, তাই অনেকক্ষণ নাগাড়ে গেম খেললে ল্যাপটপ গরম হয়ে গেলে যাতে ভিতরের তাপ বেরিয়ে যেতে পারে এবং ডিভাইস ঠাণ্ডা থাকে, সেই জন্য এই কুলিং ফিচার রয়েছে।
ইন্টেল ভ্যারিয়েন্ট বৃহস্পতিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে চিনে বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে AMD ভ্যারিয়েন্ট কেনা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। গ্লোবাল মার্কেটে রেডমি জি ২০২১ গেমিং ল্যাপটপ কবে লঞ্চ হবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- BGMI Hackers: ভারতে বিজিএমআইয়ের গেমপ্লেতে হ্যাকিং বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল ক্রাফটন!