AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Game Awards 2021: চলতি বছরের সেরা গেম কোনটি? প্রকাশিত হল তালিকা, দেখে নিন

Best Games 2021: কোন কোন গেম ২০২১ সালে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছে, এক নজের দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।

Game Awards 2021: চলতি বছরের সেরা গেম কোনটি? প্রকাশিত হল তালিকা, দেখে নিন
ইট টেকস টু গেম থেকে নেওয়া স্ক্রিনশট
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 4:14 PM
Share

দম্পতির মধ্যে দ্বন্দ্ব। তাই নিয়েই একটা গেম। যে গেমে যুগলের মূল লক্ষ্য, ঝগড়াঝাটির মধ্যে থেকেও বাড়িটি সুরক্ষিত রাখা। জোসেফ ফেয়ারসের এই গেমের নাম ইট টেকস টু – ২০২১ সালের সেরা গেমের শিরোপা জিতে নিল। ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার লস এঞ্জেলসে বেশ জাঁকজজক ভাবেই অনুষ্ঠিত হল দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২১ (The Game Awards 2021)। অনুষ্ঠানের দিন সন্ধে বেলা পুরস্কার হাতে নিয়ে স্টকহোমের হ্যাজেললাইট স্টুডিওকে ধন্যবাদ জানালেন জোসেফ ফেয়ারস।

দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২১-এ মোট ২৬টি ভিডিয়ো গেম সেরার সেরা শিরোপা জিতে নিয়েছে। প্লেয়ার্স ভয়েস এবং বেস্ট ইস্পোর্টস গেম – এই দুটি ক্যাটেগরিতে ভোটিংয়ের কাজটি করেছে ভক্তরা এবং সিলেক্টেড জুরি মেম্বাররা। পাশাপাশি এই অনুষ্ঠানে একাধিক ট্রেলার, একাধিক ঘোষণাও করা হয়েছে। কোন কোন গেম ২০২১ সালে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছে, এক নজের দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।

বছরের সেরা গেম –

ইট টেকস টু (হ্যাজেলউড স্টুডিওড়/ইএ) – বিজয়ী ডেথলুপ (আরকেন স্টুডিওজ়/বেথেসডা) মেটরয়েড ড্রেড (মার্কারি স্টিম/নিনটেনডো) সাইকোনটস ২ (ডাবল ফাইন/এক্সবক্স গেম স্টুডিওজ়) র‌্যাটচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক: রিফট আপার্ট (ইনসোমেনিয়াক গেমস/এসআইই) রেসিডেন্ট ইভিল ভিলেজ (ক্যাপকম)

বছরের সেরা পারফরম্যান্স –

লেডি ডিমিট্রেসকু চরিত্রে ম্যাগি রবার্টসন. রেসিডেন্ট ইভিল ভিলেজ – বিজয়ী অ্যালেক্স চেন চরিত্রে ইরিকা মোরি, লাইফ ইজ় স্ট্রেঞ্জ: ট্রু কালারস অ্যান্টন কাসতিলো চরিত্রে জিয়ানকার্লো ইসপোসিতো, ফার ক্রাই ৬ কোল্ট ভনের চরিত্রে জ্যাসন ই কেলি, ডেথলুপ জুলিয়ানা ব্লেক চরিত্রে ওজ়িওমা আকাঘা, ডেথলুপ

সেরা মোবাইল গেম –

জেনসিন ইমপ্যাক্ট (মিহোইয়ো) – বিজয়ী ফ্যান্টাসিয়ান (মিস্টওয়াকার) লিগ অফ লেজেন্ডস: ওয়াইল্ড রিফট (রায়ট গেমস) মার্ভেল ফিউচার রেভোলিউশন (নেটমার্বেল) পোকেমন ইউনিট (তিমি স্টুডিওজ়/ দ্য পোকেমন কোম্পানি)

সেরা ইস্পোর্টস গেম –

লিগ অফ লেজেন্ডস (রাট গেমস) – বিজয়ী কল অফ ডিউটি (অ্যাক্টিভিজ়ন) কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ (ভালভে) ডোটা ২ (ভালভে) ভ্যালোরান্ট (রায়ট গেমস)

সেরা অনগোয়িং গেম

ফাইনাল ফ্যান্টাসি XIV অনলাইন (স্কোয়্যার এনিক্স) – বিজয়ী অ্যাপেক্স লেজেন্ডস (রেসপন/ইএ) কল অফ ডিউটি: ওয়ারজ়োন (ইনফিনিটি ওয়ার্ড/র‌্যাভেন/অ্যাক্টিভিজ়ন) ফর্টনাইট (এপিক গেমস) জেনশিন ইমপ্যাক্ট (মিহোইও)

সেরা ডেবিউ ইন্ডি গেম

কেনা: ব্রিজ অফ স্পিরিটস (এমবার ল্যাব) – বিজয়ী সেবল (শেডওয়ার্কস/র ফুরি) দ্য আর্টফুল এসকেপ (বিথোভেন অ্যান্ড ডাইনোসর/অন্নপূর্ণা) দ্য ফরগটেন সিটি (মডার্ন স্টোরিটেলার/ডিয়ার ভিলেজার্স) ভালহেইম (আয়রন গেট/কফি স্ট্রেন)

আরও পড়ুন: BGMI Virus Infection: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ভাইরাস ইনফেকশন গেম মোড তুলে নিল ক্রাফ্টন

আরও পড়ুন: Gaming Phone: ডিসেম্বরে ভারতে ১৫ হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে কোন কোন গেমিং ফোন? রইল তালিকা

আরও পড়ুন: Gaming Laptops: ভারতে ৭০ হাজার টাকার কম দামে কোন কোন গেমিং ল্যাপটপ পাওয়া যায়… রইল তালিকা