AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিয়ানো ভেঙে তৈরি হল ‘Halo Infinite’ গেমের সাউন্ড এফেক্ট, দেখুন ভিডিয়ো

গেম ডেভেলপার সংস্থার অডিয়ো টিম বিভিন্ন শব্দযন্ত্রের আওয়াজ পাওয়ার জন্য শুধুমাত্র পিয়ানোটি ব্যবহার করেনি। বরং পিয়ানোটা ভেঙে ফেলার আগে তার মধ্যে একটি subwoofer লাগানো হয়েছিল এবং এই subwoofer ব্যবহার করা হয়েছে একটি resonator হিসেবে।

পিয়ানো ভেঙে তৈরি হল 'Halo Infinite' গেমের সাউন্ড এফেক্ট, দেখুন ভিডিয়ো
জানা গিয়েছে, Halo Infinite গেমে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট।
| Updated on: Mar 29, 2021 | 4:29 PM
Share

Halo Infinite গেমের ডেভেলপার 343 Industries সম্প্রতি গেমের অডিয়ো প্রোডাকশন সম্পর্কে এক অদ্ভুত তথ্য দিয়েছে। সংস্থার তরফে জানা গিয়েছে, গেমের সাউন্ড এফেক্ট তৈরি করার জন্য একটি পিয়ানোকে কার্যত টুকরো টুকরো করা হয়েছে। সম্প্রতি একটি ব্লগে এই দাবি করেছেন Halo Infinite গেমের ডেভেলপার 343 Industries।

গেম ডেভেলপার সংস্থার অডিয়ো টিম বিভিন্ন শব্দযন্ত্রের আওয়াজ পাওয়ার জন্য শুধুমাত্র পিয়ানোটি ব্যবহার করেনি। বরং পিয়ানোটা ভেঙে ফেলার আগে তার মধ্যে একটি subwoofer লাগানো হয়েছিল এবং এই subwoofer ব্যবহার করা হয়েছে একটি resonator হিসেবে। এই resonator আসলে এমন একটি যন্ত্রাংশ যা বাদ্যযন্ত্রের hollow বা ফাঁপা জায়গা থেকে জোরে আওয়াজ বেরোতে সাহায্য করে।

গেম ডেভেলপার সংস্থা জানিয়েছে, পিয়ানো ভেঙে ফেলার পর ভাঙা অংশের মধ্যে ড্রাই আইস ছড়িয়ে দিয়েছিলেন ডেভেলপাররা। এর ফলে যে আওয়াজ বা শব্দ তৈরি হয়েছিল তা আক্ষরিক অর্থেই স্পাইন-চিলিং বা শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। এই পিয়ানো ভেঙে ফেলে তারপর Halo 5 এবংHalo Infinite থেকে গানশট এফেক্টের সাউন্ড রেকর্ড করা হয়েছে। গেমের ডিজাইন এবং সিঙ্গল প্লেয়ার ও মাল্টিপ্লেয়ারদের জন্য আলাদা করে সাউন্ড এফেক্ট তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, Halo Infinite গেমে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। এছাড়াও রয়েছে Windows Sonic এবং DTS Headphone:X  ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড টেকনোলজি। এর ফলে ইউজার বা গেমাররা স্টিরিও হেডফোন পড়ে থাকেন তখন স্প্যাশিয়াল অডিয়ো শুনতে পান।