AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best Photo Editing App: কয়েক মিনিটে Photoshop-এর থেকেও ভাল ছবি এডিট করবে এই অ্যাপ, দেখুন ফিচার

Free Photo Editing Apps: বেশিরভাগ ফটো এডিটিং অ্যাপই টাকা দিয়ে ইনস্টল করতে হয়। এমনকি ভাল ভাল ফিচার পাওয়ার জন্যও টাকা খরচ করতে হয়। কিন্তু আপনি এই অ্যাপে বিনামূল্যে প্রচুর দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন।

Best Photo Editing App: কয়েক মিনিটে Photoshop-এর থেকেও ভাল ছবি এডিট করবে এই অ্যাপ, দেখুন ফিচার
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 10:56 AM
Share

AI Avatar Creating App: ছবি তোলার পর সেগুলিকে এডিট করা বেশ ঝকমারি কাজ। আবার অনেকেই এডিট ছাড়া ছবি দিতে চান না সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে যে কোনও জায়গায় ছবি তোলা মানেই, তার মধ্য়ে থেকে একটি ভাল ছবি বেছে নিয়ে ফেসবুক-ইনস্টাগ্রামে আপলোড করা। আর গত কয়েক মাসে AI আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে রয়েছে। এরকম অনেক অ্যাপ আনা হয়েছে, যেগুলিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি AI Avatar বানাতে পারেবন। আপনাকে এমন একটি অ্যাপের কথা বলা হবে যাতে আপনি শুধু AI Avatar-ই নয়, বরং নিজের ইচ্ছে মতো অনেক ছবি এডিট করতে পারবেন। যা আপনার ফেসবুক-ইনস্টাগ্রামকে আরও সুন্দর করে তুলবে। অনেকেই হয়তো Picsart অ্যাপটি সম্পর্কে জানেন না। এটিতে আপনি একেবারে Photoshop-এর মতো ফটো এডিট করতে পারবেন। তাও আবার মোবাইলেই। আপনি একসঙ্গে অ্যাপ্লিকেশনটিতে 10 থেকে 30টি ছবি এডিট করতে পারবেন। অর্থাৎ একে একে সময় বের করে ছবি এডিট করার ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন।

বেশিরভাগ ফটো এডিটিং অ্যাপই টাকা দিয়ে ইনস্টল করতে হয়। এমনকি ভাল ভাল ফিচার পাওয়ার জন্যও টাকা খরচ করতে হয়। কিন্তু আপনি এই অ্যাপে বিনামূল্যে প্রচুর দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। আপনি এতে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন। টেক্সটে লেয়ার যোগ করতে পারবেন। ছবি এডিটেং ছাড়াও, Picsart-এ আপনি সোশ্যাল মিডিয়ার জন্য কোলাজ এবং ব্যানার তৈরি করার করতে পারেবন।

এতে বর্তমানে AI প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে AI Avatar। AI Avatar হল Picsart এর সর্বশেষ আপডেট। এটিতে ওপেন-সোর্স ফিচার যুক্ত করা হয়েছে। অর্থাৎ আপনি এতে স্টিকার, ব্যাকগ্রাউন্ড, টেমপ্লেট, ফটোর মতো অনেক কিছুই Avatar রূপে বানাতে পারবেন। এটি ওয়েব (www.picsart.com) এবং মোবাইল সবেতেই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে, আপনি আপনার Instagram বা কোনও ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন।

কীভাবে Ai অবতার বানাবেন?

  • Picsart-এ একটি AI অবতার বানাতে আপনাকে অ্যাপে 10 থেকে 30টি সেলফি আপলোড করতে হবে।
  • তারপর Picsart-এর টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে।
  • এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন।
  • তারপর AI Avatar-এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।
  • এটি করতে আপনাকে কোনও রকম টাকা খরচ করতে হবে না।