Online Plants Shopping: দীপাবলির আগেই ঘরে রংবেরঙের গাছ লাগান, এই সকল অ্যাপে মিলছে দেদার অফার

Home Plants Online: আপনি যদি সস্তা এবং ভাল গাছ দিয়ে আপনার বাড়ি সাজাতে চান, তাহলে তার জন্য আপনাকে কটি ওয়েবসাইট জানানো হবে। এই সব অনলাইন সাইটে আপনি কম দামে ভাল গাছ কিনে নিতে পারবেন।

Online Plants Shopping: দীপাবলির আগেই ঘরে রংবেরঙের গাছ লাগান, এই সকল অ্যাপে মিলছে দেদার অফার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 9:03 AM

বাড়িতে বিভিন্ন রকম গাছ রাখতে অনেকেই পছন্দ করেন। কেউ ছাদ বাগানে পারদর্শী। আবার কেউ ইনডোর গাছই বেশি পছন্দ করেন। তবে নার্সারিতে গিয়ে কিনে উঠতে পারেন না অনেকেই। যদিও তার সময়ের অভাবেই হয়। আর এখন অনলাইনে কেনা যায় না এমন কোনও জিনিসই নেই বোধ হয়। আপনিও যদি ঘরে সুন্দর সুন্দর গাছ রাখতে চান, তাহলে দীপাবলির আগেই অনলাইন থেকে কিনে নিন। গাছের উপর আপনি অনেক টাকা ছাড়ও পেয়ে যাবেন। তাই আপনি যদি সস্তা এবং ভাল জিনিস দিয়ে আপনার বাড়ি সাজাতে চান, তাহলে তার জন্য আপনাকে কটি ওয়েবসাইট জানানো হবে। এই সব অনলাইন সাইটে আপনি কম দামে ভাল গাছ কিনে নিতে পারবেন।

লাইভ নার্সারি (LiveNursery)

এই অ্যাপে আপনি আপনার পছন্দের যে কোনও গাছ সিলেক্ট করে অর্ডার করতে পারবেন। এছাড়াও আপনি এখানে বীজ এবং বাগানের অন্য সব জিনিসপত্র পাবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 2.3 রেটিং পেয়েছে এবং এখন পর্যন্ত এক লাখ মানুষ এটি ডাউনলোড করেছে।

উরভান (Urvann)

এই সাইটে গাছের উপর 83% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যদিও এই প্ল্যান্টটির আসল দাম 999 টাকা। কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি 83 শতাংশ ডিসকাউন্টের সুবিধা পাবেন, সেই ডিসকাউন্টে আপনি এটি পাবেন মাত্র 169 টাকায়।

ফ্যান পাম (Fan Palm)

আপনি এই গাছটি একটি নার্সারি ব্যাগে পাবেন যার জন্য আপনি পাত্রটি আলাদাভাবে কিনতে পারেন। যদিও এর আসল দাম 529 টাকা, কিন্তু আপনি প্ল্যাটফর্ম থেকে 83 শতাংশ ডিসকাউন্ট সহ 89 টাকায় কিনতে পারবেন।

Plants.com

এই ওয়েবসাইটে আপনি উদ্ভিদের অনেক অপশন পাচ্ছেন। এখানে আপনি ক্যাশব্যাক এবং 15 শতাংশ ছাড়ও পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার পছন্দের গাছটি পছন্দ করে অর্ডার করতে পারেন। এগুলো কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে।

তবে অর্ডার করার আগে একটা জিনিস মাথায় রাখা জরুরি। এখন ইন্টারনেটে একই নামেকর অনেক ভুয়ো অ্যাপ রয়েছে। তাই যখনই কেনাকাটা করবেন, দেখে নেবেন আপনি অফিসিয়াল অ্যাপটি থেকেই করছেন কি না।