AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Map-এ পছন্দের জায়গা সেভ করতে চাইছেন? বুকমার্ক করুন এই প্রক্রিয়ায়

Google Map Feature: আপনি সহজেই আপনার প্রিয় জায়গাগুলি বুকমার্ক করতে পারবেন। এর মানে হল, আপনি এমন কোনও জায়গায় গিয়েছেন, যা আবারও যেতে চান। এবার সেই জায়গাকে যখনই আপনি বুকমার্ক করে দেবেন, তখন তা নিজে থেকে ম্যাপে সেভ হয়ে যাবে। ফলে আর নতুন করে খুঁজতে হবে না। এমনকী সেই জায়গাটা ম্যাপে হারিয়েও যাবে না।

Google Map-এ পছন্দের জায়গা সেভ করতে চাইছেন? বুকমার্ক করুন এই প্রক্রিয়ায়
| Updated on: Feb 21, 2024 | 10:56 AM
Share

অচেনা রাস্তাকে নিমেষে আপনাকে চিনিয়ে দেয় Google Map। কিন্তু এই Google Map-এই এমন অনেক ফিচার রয়েছে, যা অনেকেই জানে না। তার মধ্যেই একটি হল আপনার প্রিয় জায়গাগুলিকে আপনি গুগল ম্যাপে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি সহজেই আপনার প্রিয় জায়গাগুলি বুকমার্ক করতে পারবেন। এর মানে হল, আপনি এমন কোনও জায়গায় গিয়েছেন, যা আবারও যেতে চান। এবার সেই জায়গাকে যখনই আপনি বুকমার্ক করে দেবেন, তখন তা নিজে থেকে ম্যাপে সেভ হয়ে যাবে। ফলে আর নতুন করে খুঁজতে হবে না। এমনকী সেই জায়গাটা ম্যাপে হারিয়েও যাবে না। আপনি কম্পিউটার বা ল্যাপটপেও এই কাজ করতে পারবেন। আর যদি মোবাইল Google Map ব্যবহার করেন, তাহলে তাতেও এই ফিচার ব্যবহার করতে পারবেন।

কম্পিউটার বা ল্যাপটপের জন্য-

1. আপনার কম্পিউটারের ব্রাউজারে maps.google.com এ যান।

2. আপনি যে অবস্থানটি সেভ করতে চান তা খুঁজে পেতে সার্চ বার বা জুম ব্যবহার করুন।

3. এবার একটি অ্যাড্রেস বক্স দেখতে পাবেন। তাতে সেই জায়গা সম্পর্কে সমস্ত তথ্য দেখানো হবে।

4. অ্যাড্রেস বক্সের পাশে, আপনি একটি “Save” অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন এবং জায়গাটি সেভ করুন।

5. এরপর আপনি একটি মেনু দেখতে পাবেন। সেই মেনুতে যে জায়গাটি আপনি সেভ করতে চান, সেটিকে সিলেক্ট করে নিন। আর যদি নতুন একটি তালিকা বানাতে চান, তাহলে “New List” অপশনে ক্লিক করতে হবে।

মোবাইলে কীভাবে করবেন?

1. আপনার Android বা iOS ফোনে Google Maps অ্যাপ খুলুন।

2. জুম ইন করে বা সার্চ বার ব্যবহার করে আপনি যে জায়গাটি সেভ করতে চান, তা খুঁজুন।

3. এবার সেই জায়গাটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।

4. আপনি স্ক্রিনের নীচে “Save” অপশনটি পাবেন। এটিতে ট্যাপ করে জায়গাটি সেভ করুন।

5. কম্পিউটারের মতই, আপনার পছন্দের জায়গাগুলি সেভ করতে আপনাকে একটি তালিকা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে “New List”-এ ক্লিক করে নতুন তালিকা বানাতে পারেন।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে