Google Map-এ পছন্দের জায়গা সেভ করতে চাইছেন? বুকমার্ক করুন এই প্রক্রিয়ায়

Google Map Feature: আপনি সহজেই আপনার প্রিয় জায়গাগুলি বুকমার্ক করতে পারবেন। এর মানে হল, আপনি এমন কোনও জায়গায় গিয়েছেন, যা আবারও যেতে চান। এবার সেই জায়গাকে যখনই আপনি বুকমার্ক করে দেবেন, তখন তা নিজে থেকে ম্যাপে সেভ হয়ে যাবে। ফলে আর নতুন করে খুঁজতে হবে না। এমনকী সেই জায়গাটা ম্যাপে হারিয়েও যাবে না।

Google Map-এ পছন্দের জায়গা সেভ করতে চাইছেন? বুকমার্ক করুন এই প্রক্রিয়ায়
Follow Us:
| Updated on: Feb 21, 2024 | 10:56 AM

অচেনা রাস্তাকে নিমেষে আপনাকে চিনিয়ে দেয় Google Map। কিন্তু এই Google Map-এই এমন অনেক ফিচার রয়েছে, যা অনেকেই জানে না। তার মধ্যেই একটি হল আপনার প্রিয় জায়গাগুলিকে আপনি গুগল ম্যাপে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি সহজেই আপনার প্রিয় জায়গাগুলি বুকমার্ক করতে পারবেন। এর মানে হল, আপনি এমন কোনও জায়গায় গিয়েছেন, যা আবারও যেতে চান। এবার সেই জায়গাকে যখনই আপনি বুকমার্ক করে দেবেন, তখন তা নিজে থেকে ম্যাপে সেভ হয়ে যাবে। ফলে আর নতুন করে খুঁজতে হবে না। এমনকী সেই জায়গাটা ম্যাপে হারিয়েও যাবে না। আপনি কম্পিউটার বা ল্যাপটপেও এই কাজ করতে পারবেন। আর যদি মোবাইল Google Map ব্যবহার করেন, তাহলে তাতেও এই ফিচার ব্যবহার করতে পারবেন।

কম্পিউটার বা ল্যাপটপের জন্য-

1. আপনার কম্পিউটারের ব্রাউজারে maps.google.com এ যান।

2. আপনি যে অবস্থানটি সেভ করতে চান তা খুঁজে পেতে সার্চ বার বা জুম ব্যবহার করুন।

3. এবার একটি অ্যাড্রেস বক্স দেখতে পাবেন। তাতে সেই জায়গা সম্পর্কে সমস্ত তথ্য দেখানো হবে।

4. অ্যাড্রেস বক্সের পাশে, আপনি একটি “Save” অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন এবং জায়গাটি সেভ করুন।

5. এরপর আপনি একটি মেনু দেখতে পাবেন। সেই মেনুতে যে জায়গাটি আপনি সেভ করতে চান, সেটিকে সিলেক্ট করে নিন। আর যদি নতুন একটি তালিকা বানাতে চান, তাহলে “New List” অপশনে ক্লিক করতে হবে।

মোবাইলে কীভাবে করবেন?

1. আপনার Android বা iOS ফোনে Google Maps অ্যাপ খুলুন।

2. জুম ইন করে বা সার্চ বার ব্যবহার করে আপনি যে জায়গাটি সেভ করতে চান, তা খুঁজুন।

3. এবার সেই জায়গাটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।

4. আপনি স্ক্রিনের নীচে “Save” অপশনটি পাবেন। এটিতে ট্যাপ করে জায়গাটি সেভ করুন।

5. কম্পিউটারের মতই, আপনার পছন্দের জায়গাগুলি সেভ করতে আপনাকে একটি তালিকা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে “New List”-এ ক্লিক করে নতুন তালিকা বানাতে পারেন।