AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

31 ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে আপনার GPay, PhonePe অ্যাকাউন্ট

GPay, PhonePe এবং Paytm-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলিকে 31 ডিসেম্বরের মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন অ্যাকাউন্টগুলিকে বন্ধ করতে বলা হচ্ছে। NPCI-এর তরফ থেকে বলা হয়েছে, যে সব অ্যাকাউন্ট এক বছর বা তারও বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি, সেগুলিকেই বন্ধ করা হবে।

31 ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে আপনার GPay, PhonePe অ্যাকাউন্ট
অন্তত 1 টাকা পাঠিয়ে এখনই আপনার UPI ID সুরক্ষিত রাখুন।
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 8:32 PM
Share

বড় সমস্যায় পড়তে পারেন দেশের GPay, PhonePe এবং Paytm ব্যবহারকারীরা। তার কারণ, 31 ডিসেম্বর থেকে অনেক ব্যবহারকারীর UPI আইডি বন্ধ হয়ে যেতে পারে। সম্প্রতি এ বিষয়ে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা NPCI, গুগল পে, ফোনপে এবং পেটিএমের উদ্দেশ্যে একটি সার্কুলার জারি করেছে। সেখানেই বলা হয়েছে, GPay, PhonePe এবং Paytm-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলিকে 31 ডিসেম্বরের মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন অ্যাকাউন্টগুলিকে বন্ধ করতে বলা হচ্ছে। NPCI-এর তরফ থেকে বলা হয়েছে, যে সব অ্যাকাউন্ট এক বছর বা তারও বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি, সেগুলিকেই বন্ধ করা হবে। অর্থাৎ আপনার যদি UPI ID থাকে এবং তা দিয়ে আপনি যদি বিগত এক বছর ধরে কোনও রকম লেনদেন না করেন, তাহলেই বন্ধ হতে পারে আপনার গুগল পে, ফোনপে বা পেটিএম অ্যাকাউন্ট।

NPCI কী?

এক্ষেত্রে জেনে রাখা ভাল যে, NPCI হল একটি অলাভজনক সংস্থা, যারা ভারতের রিটেল পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে। GPay, PhonePe এবং Paytm-এর মতো অ্যাপগুলি এহেন NPCI-এর নির্দেশ মেনেই কাজ করে। এছাড়াও বিভিন্ন সমস্যা বা বিবাদের ক্ষেত্রে NPCI মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে।

নিয়ম কী বলছে?

NPCI-এর সার্কুলার অনুসারে, সেই সব UPI আইডি বন্ধ করা হতে পারে যেগুলি গত 1 বছর ধরে ব্যবহৃত হয়নি। কিন্তু কেন এমন নির্দেশ দেওয়া হচ্ছে? মূলত ব্যবহারকারীরার সুরক্ষা নিশ্চিত করতেই এমনতর নির্দেশ দেওয়া হচ্ছে NPCI-এর তরফে। অনেক সময় ব্যবহারকারীরা তাঁদের পুরনো নম্বর ডিলিঙ্ক না করে, একটি নতুন আইডি তৈরি করে, যা প্রতারণার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পুরনো আইডি বন্ধ করার নির্দেশ দিয়েছে NPCI।

সুপ্রিম কোর্টের নির্দেশ

এমনও সম্ভাবনা তৈরি হতে পারে যে, আপনার অব্যবহৃত, পুরনো UPI আইডি একজন নতুন ব্যবহারকারীকে দেওয়া হতে পারে। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, এরকম পরিস্থিতিতে আর্থিক প্রতারণার ঘটনা বাড়তে পারে, জালিয়াতির সম্ভাবনা তৈরি হতে পারে। এসব কারণেই পুরনো আইডি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক সিদ্ধান্তে বলেছে যে, টেলিকম কানেকশন প্রদানকারী সংস্থাগুলি 90 দিনের পরে নিষ্ক্রিয় হওয়া নম্বরগুলি বাতিল করতে পারে। এছাড়াও প্রয়োজনে সেই নম্বর অন্য কাউকে স্থানান্তরও করা যেতে পারে।