Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘খুব অশ্লীল’! বন্ধ হল ভারতের এই 18 ওটিটি প্ল্যাটফর্ম

OTT Platform: ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (আইএন্ডবি) আইটি আইন লঙ্ঘনের জন্য 18টি ওটিটি প্ল্যাটফর্ম, 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ্লিকেশন এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বন্ধ করা হয়েছে 18টি ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু কারণটা কী? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক?

'খুব অশ্লীল'! বন্ধ হল ভারতের এই 18 ওটিটি প্ল্যাটফর্ম
Follow Us:
| Updated on: Mar 15, 2024 | 9:30 AM

আজকাল OTT প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ দেখার চল বেড়েছে। আর সেই সময়ই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (আইএন্ডবি) আইটি আইন লঙ্ঘনের জন্য 18টি ওটিটি প্ল্যাটফর্ম, 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ্লিকেশন এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বন্ধ করা হয়েছে 18টি ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু কারণটা কী? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক? আসলে, যে সব অ্যাপগুলিকে সরিয়ে ফেলা হয়েছে সেই সব প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিয়ো দেখানো হত।

গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে নেই…

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোরকে (Apple App Store) তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে সব অ্যাপগুলিকে সরানো হয়েছে, তা আর আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাবেন না।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এর আগে কিছু OTT প্ল্যাটফর্মকে সতর্কতা দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সেই সব অ্যাপে অশ্লীল ভিডিয়ো দেখানো হত। আর কিছু অ্যাপে ওই ধরনের ভিডিয়ো দেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এমন 18টি অ্যাপকে খুঁজে পাওয়া গিয়েছে। এই ধরনের বিষয়বস্তু ভারতীয় আইটি আইন 2000 লঙ্ঘন করে, যার নির্দিষ্ট ধারা রয়েছে।

18টি নিষিদ্ধ OTT অ্যাপের তালিকা দেখুন…

  1. Dreams Films
  2. Voovi
  3. Yessma
  4. Uncut Adda
  5. Tri Flicks
  6. X Prime
  7. Neon X VIP
  8. Besharams
  9. Hunters
  10. Rabbit
  11. Xtramood
  12. Nuefliks
  13. MoodX
  14. Mojflix
  15. Hot Shots VIP
  16. Fugi
  17. Chikooflix
  18. Prime Play