মাত্র 6,749 টাকায় বাজারে এল Infinix Smart 8, ঘুম কাড়বে সস্তার যে কোনও ফোনের
Infinix Smart 8 Price: 15 জানুয়ারি দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে ফোনটির বিক্রি শুরু হবে। এই ফোনে 8GB RAM এবং 64GB স্টোরেজ পেয়ে যাবেন। আর আর দাম 7 হাজার টাকার মধ্যেই। দেখে নিন এই নতুন Infinix Smart 8-এ কী কী ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

Infinix তাদের নতুন স্মার্টফোন বাজারে এনেছে। ফোনটি নাম রাখা হয়েছে Infinix Smart 8। এই ফোনটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। এত সস্তায় দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে এতে। 15 জানুয়ারি দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে ফোনটির বিক্রি শুরু হবে। এই ফোনে 8GB RAM এবং 64GB স্টোরেজ পেয়ে যাবেন। আর আর দাম 7 হাজার টাকার মধ্যেই। দেখে নিন এই নতুন Infinix Smart 8-এ কী কী ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।
Infinix Smart 8-এর দাম কত?
এই স্মার্টফোনটির দাম মাত্র 6,749 টাকা রাখা হয়েছে। এটিতে একটি দুর্দান্ত 50MP ক্যামেরা রয়েছে। পোর্ট্রেট মোড এবং এআর শটেও আপনি ছবি তুলতে পারবেন, তাও আবার এত কম দামের ফোনে। এটিই প্রথম স্মার্টফোন, যাতে এত কম দামে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আপনি এর ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশলাইটও পেয়ে যাবেন।
কোম্পানি 4টি কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করেছে। এই রঙের তালিকায় রয়েছে- রেইনবো ব্লু, চকচকে সোনা, টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট। Infinix এই স্মার্টফোনে ম্যাজিক রিং-এর অপশনও দিচ্ছে। ভাবছেন তো এত কম দামে ম্যাজিক রিং? একদমই পিছনের ক্যামেরায় আপনি এই ম্যাজিক রিং দেখতে পাবেন। এতে 6.6 ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে।
এতে কী কী ফিচার রয়েছে?
ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। টাইপ-সি চার্জিং সাপোর্টের কারণে, আপনি সহজেই চার্জ করতে পারবেন। MediaTek Helio G36 ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি, এতে আপনি অনেকগুলো কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। এতে ডিটিএস স্পিকার, ট্রিপল কার্ড স্লট এবং XOS 13 রয়েছে। ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে।
