599 টাকায় সাড়ে পাঁচশোর বেশি টিভি চ্যানেল আর 13 OTT, কে দিচ্ছে এমন প্যাকেজ?
Jio AirFiber's Cheapest Plan: Jio AirFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি 599 টাকা। আর আপনি এয়ারফাইবার কানেকশন একদম বিনামূল্যে পাবেন। রিলায়েন্স জিও এয়ারফাইবার প্ল্যান দু'টি ভাগ আছে। যার মধ্যে রয়েছে এয়ারফাইবার এবং এয়ারফাইবার ম্যাক্স। এর প্ল্যান 599 টাকা থেকে শুরু হয়ে 3,999 টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Jio AirFiber রিলায়েন্সের একটি দুর্দান্ত পরিষেবা। এতে আপনি একটি ডিভাইস থেকে আনলিমিটেড ইন্টারনেট, টিভি চ্যানেল এবং OTT প্ল্যাটফর্ম সব কিছুই পাবেন। Jio AirFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি 599 টাকা। আর আপনি এয়ারফাইবার কানেকশন একদম বিনামূল্যে পাবেন। রিলায়েন্স জিও এয়ারফাইবার প্ল্যান দু’টি ভাগ আছে। যার মধ্যে রয়েছে এয়ারফাইবার এবং এয়ারফাইবার ম্যাক্স। এর প্ল্যান 599 টাকা থেকে শুরু হয়ে 3,999 টাকা পর্যন্ত রাখা হয়েছে। আপনি যদি Jio AirFiber-এর এই প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে বিস্তারিত জেনে নিন।
কীভাবে Jio AirFiber পাবেন?
বর্তমানে, Jio AirFiber দেশের নির্বাচিত শহরগুলিতেই পাবেন। আপনি Reliance Jio-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার জেলার বিবরণ দেখতে পারেন। যদি আপনার শহরে Jio AirFiber পরিষেবা পাওয়া যায়, তাহলে আপনি ওয়েবসাইট থেকেই এর জন্য আবেদন করতে পারবেন।
Jio AirFiber-এর 599 টাকায় কী কী সুবিধা পাবেন?
Jio AirFiber-এর 599 টাকার সস্তার প্ল্যানে আপনি Wi-Fi ইন্টারনেট, টিভি চ্যানেল, OTT প্ল্যাটফর্মের মতো সুবিধা পাবেন। এতে আনলিমিটেড ডেটা পাবেন। ইন্টারনেটের গতি 30 Mbps (10000 GB পর্যন্ত, তারপরে 64kbps), আনলিমিটেড ভয়েস কল, 550 টিরও বেশি টিভি চ্যানেল, Amazon Prime, Jio Cinema, Sony Liv, Zee5, Netflix Basic, Disney Plus Hotstar সহ 13টি OTT প্ল্যাটফর্ম আর 30 দিনের বৈধতা পাবেন। Jio-এর সঙ্গে কানেক্ট করে, আপনি একবারে 6 থেকে 12 মাসের জন্য একটি AirFiber প্ল্যান সেট আপ করতে পারেন। তবে মনে রাখবেন যে 599 টাকার প্ল্যানে GST আলাদাভাবে চার্জ করা হবে।
