ভারতে লঞ্চ হল মার্সিডিজ বেঞ্জের ‘এ’ ক্লাস লিমুজিন, দাম শুরু প্রায় ৪০ লাখ থেকে
মার্সিডিজ বেঞ্জ সংস্থা জানিয়েছে, নতুন গাড়ির ক্রেতা হিসেবে মূলত তরুণ প্রজন্মই তাঁদের লক্ষ্য।
ভারতে এ ক্লাস লিমুজিন লঞ্চ করেছে মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া। এই গাড়ির দাম ৩৯.৯০ লক্ষ টাকা (এক্স শোরুম)। মার্সিডিজ বেঞ্জের এই এ ক্লাস লিমুজন আপাতত A 200, A 200d and A 35 AMG— এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ইঞ্জিনের ক্ষেত্রেও রয়েছে তিন ধরনের অপশন। পেট্রোল, ডিজেল এবং এএমজি— এই তিন ধরনের অপশন রয়েছে মার্সিডিজ বেঞ্জের নতুন বিলাসবহুল এ ক্লাস লিমুজিনে।
মার্সিডিজ বেঞ্জ সংস্থা জানিয়েছে, নতুন গাড়ির ক্রেতা হিসেবে মূলত তরুণ প্রজন্মই তাঁদের লক্ষ্য। তরুণ প্রজন্মের যাঁরা প্রথমবার বিলাসবহুল সেডান কিনতে চাইছেন তাঁদের জন্য এই গাড়ি আদর্শ। মার্সিডিজ বেঞ্জের এ ক্লাস লিমুজিনের চাহিদা এতই বেশি যে আগামী দু’মাসের জন্য ‘আউট অফ স্টক’ অর্থাৎ ‘সোল্ড’ রয়েছে এই গাড়ি। এমনটাই জানিয়েছে গাড়ি নির্মাণ সংস্থা।
জানা গিয়েছে, ডিজেল ভ্যারিয়েন্টের দাম ৪০.৯০ লক্ষ টাকা আর এএমজি ভ্যারিয়েন্টের দাম ৫৬.২৪ লক্ষ টাকা। তিনটি ইঞ্জিন অপশনের পাশাপাশি এ ক্লাস লিমুজিনের ক্ষেত্রে মার্সিডিজ বেঞ্জের তরফে দু’ধরণের ট্রান্সমিশন অপশনও রাখা হয়েছে। এছাড়াও গাড়ির যন্ত্রাংশ স্থানীয় এলাকাতেই অর্থাৎ এক্ষেত্রে ভারতেই অ্যাসেম্বল বা সংযুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, A 200 মডেলে রয়েছে ১.৩ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন (161 bhp/250 Nm torque)। অন্যদিকে A 200d মডেলে রয়েছে ২ লিটারের ডিজেল মোটর (147 bhp/320 Nm peak torque)। আর A 35 AMG মডেলে রয়েছে ২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন (302 bhp/400 Nm torque)।
মার্সিডিজ বেঞ্জের এ ক্লাস লিমুজিনের বিভিন্ন স্পেশ্যাল ফিচার-
১। বিলাবহুল এই গাড়িতে রয়েছে প্যানোর্যামিক সানরুফ। এছাড়াও থাকছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, রিভার্স ক্যামেরা এবং আরও অনেক কিছু।
২। আট বছরের ওয়ারেন্টি রয়েছে গাড়ির ইঞ্জিন এবং ট্রান্সমিশনে। এছাড়াও এই গাড়িতে রয়েছে গুগল হোম, অ্যালেক্স এবং MBUX কানেক্টিভিটি।
৩। ডিজাইনেও রয়েছে বেশ কিছু বিশেষত্ব। Concave grille upfront, parallel bonnets lines, sharp angular headlights— এইসব ফিচারে অন্যান্য মার্সিডিজ বেঞ্জের থেকে এই এ ক্লাস লিমুজিনকে একদম আলাদা করে তুলেছে।