Most Popular Smartphones: বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 14, 2022 | 10:09 AM

Counterpoint Research: বিশ্বের সবথেকে জনপ্রিয় ফোন কোনগুলি জানেন? কাউন্টারপয়েন্ট রিসার্চের সম্পূর্ণ তালিকা থেকে জেনে নিন।

Most Popular Smartphones: বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন
প্রতীকী ছবি।

Follow Us

আকাশছোঁয়া দাম। একপ্রকার মধ্যবিত্তের সাধ্যের বাইরেই। তাও বিশ্বে সবথেকে বেশি বিক্রি হয় আইফোনই (iPhone)। কাউন্টারপার্ট রিসার্চ থেকে জানা গিয়েছে, বিশ্বে সবথেকে বেশি যে ১০টা স্মার্টফোন বিক্রি হয়, তার ৭টিই আইফোন। যদিও এই পরিসংখ্যান কেবল মাত্র ২০২১ সালের। বিক্রির নিরিখে এবং সর্বোপরি জনপ্রিয়তায় গত বছরে যে সাতটি আইফোন মডেল বাদ দিয়ে বাকি তিনটি স্থানে রয়েছে একটি স্যামসাং (Samsung) এবং দুটি রেডমি (Redmi) স্মার্টফোন। ২০২১ সালে সারা বিশ্বে সবথেকে বেশি বিক্রির নিরিখে যে দশটা স্মার্টফোন রয়েছে, তাদের সম্পূর্ণ তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

১) আইফোন ১২

বিশ্বের সবথেকে বেশি বিক্রয় হওয়া স্মার্টফোনের তালিকায় বরাবরই একটা আইফোন থাকে। ২০১৯ ও ২০২০ সালেও প্রথম স্থানে ছিল দুটি আইফোন – আইফোন ১১ এবং আইফোন এক্সআর। ২০২১ সালে সর্বাধিক বিক্রয়ের নিরিখে প্রথম স্থানটি দখল করল আইফোন ১২।

২) আইফোন ১২ প্রো ম্যাক্স

আইফোন ১২ সিরিজ়ের সবথেকে দামি ফোনটি অর্থাৎ আইফোন ১২ প্রো ম্যাক্স বিক্রির নিরিখে রয়েছে দ্বিতীয় স্থানে আইফোন ১২-র ঠিক পরেই। এই ফোনে একাধিক নতুন ক্যামেরা ফিচার্স রয়ছে, যা প্রথম কোনও আইফোনে দেওয়া হল।

৩) আইফোন ১৩

২০২১ সালে যে চারটি আইফোন লঞ্চ হয়েছিল, তাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে আইফোন ১৩। কারণ এই ফোনটির বিক্রিও হয়েছে বাকি তিন মডেলের থেকে বেশি এবং সর্বাধিক বিক্রির নিরিখে রয়েছে তিন নম্বর স্থানে।

৪) আইফোন ১২ প্রো

আইফোন ১২ সিরিজ়ের এই ছোট ফোনটিও ২০২১ সালে দাপট দেখিয়েছে। সর্বাধিক বিক্রির নিরিখে রয়েছে চতুর্থ স্থানে।

৫) আইফোন ১১ 

২০১৯ সালে লঞ্চ হয়েছিল আইফোন ১১। কিন্তু আজও সেই ফোন সমান জনপ্রিয়। ২০২১ সালে সবথেকে বেশি বিক্রি হয়েছে সে কয়েকটা স্মার্টফোন, সেই তালিকায় ৫ নম্বরে রয়েছে আইফোন ১১।

৬) স্যামসাং গ্যালাক্সি এ১২

ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে কোনও একটা স্যামসাং ফোন। ২০২১ সালে লঞ্চ হওয়া এই ফোনটি উত্তর আমেরিকা থেকে শুরু করে লাতিন আমেরিকা এবং পশ্চিম ইউরোপে সবথেকে বেশি বিক্রি হয়েছে।

৭) শাওমি রেডমি ৯এ

সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় একমাত্র এন্ট্রি লেভেলের ফোন হল এই রেডমি ৯এ। ২০২০ সালে লঞ্চ হওয়া এই ফোন আজও জনপ্রিয় হওয়ার কারণ হল তার কম দাম এবং দরকারি প্রায় সব ফিচার্সই রয়েছে এতে।

৮) আইফোন এসই ২০২০

অ্যান্ড্রয়েড থেকে ধীরে ধীরে যে সব গ্রাহকরা আইওএস-এ শিফট করছেন, আজও তাদের সেরা পছন্দ আইফোন এসই ২০২০। আর তার অন্যতম কারণ হল, অন্যান্য আইফোনের থেকে অপেক্ষাকৃত কম দাম।

৯) আইফোন ১৩ প্রো ম্যাক্স

আইফোন ১৩ সিরিজ়ের সবথেকে দামি ফোনটি হল আইফোন ১৩ প্রো ম্যাক্স। তার বিক্রিবাট্টা কম কিছু নয়। ২০২১ সালে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় রয়েছে নবম স্থানে।

১০) রেডমি ৯এ

তালিকায় সর্বশেষ ফোনটি হল রেডমি ৯এ। এই ফোনটিও লঞ্চ হয়েছিল ২০২০ সালে। এই ফোন বিক্রির অন্যতম কারণ হল, তার দাম কম।

আরও পড়ুন: ভারতে তৈরি ফোন বিদেশে রফতানি করবে শাওমি, ওপ্পো ও ভিভো, দাম হবে আরও কম!

আরও পড়ুন: মধ্যবিত্তের সেরা পছন্দ শাওমি সম্পর্কে এই ৬ তথ্য জানলে অবাক হবেন!

আরও পড়ুন: অ্যাপলের লোগোতে একটা আধ-খাওয়া আপেল কেন? ৪৬ বছর পর জানা গেল আসল কারণ

Next Article
Samsung Galaxy Awesome Unpacked Launch Event: গ্যালাক্সি ‘এ’ সিরিজের চারটি নতুন ফোন লঞ্চ করতে পারে স্যামসাং
Redmi 10C Launched: এসে গেল সস্তার টেকসই ফোন রেডমি ১০সি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর