
আজকাল প্রায় সব বয়সীদের কাছেই স্মার্টফোন (Smartphones) অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট। অনেকের ক্ষেত্রেই দেখা যায় স্মার্টফোন হয়তো চট করে গরম হয়ে যাচ্ছে। সেই সঙ্গে স্মার্টফোন বিস্ফোরণের (Smartphone Explodes) ঘটনাও আজকাল শোনা যায় প্রায়শই। তার মধ্যে এখন গরমকাল। এই সময়ে স্মার্টফোনে এ জাতীয় বিপত্তি আরও বেশি ঘটে। আপনার অজান্তে সামান্য ভুলেই হয়তো ভীষণ ভাবে গরম হয়ে যেতে পারে আপনার। কিংবা ফেটে যেতে পারে ফোনের ব্যাটারি। সম্প্রতি ওয়ানপ্লাস নর্ড ২ ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। একই কাণ্ড ঘটেছে রিয়েলমি এক্সটি, স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফোনেও। বিভিন্ন কারণে আপনার ফোন গরম হয়ে যেতে পারে বা ফাটতে পারে ফোনের ব্যাটারি। এর জেরে গুরুতর চোট পেতে পারেন ব্যবহারকারী। তাই দেখে নিন এই গরমে নিজের ফোন ঠিক রাখতে কী কী ভুল একেবারেই করবেন না।
গরমকালে উষ্ণ আবহাওয়ায় ফোন গরম হওয়া থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন? কারণ ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে তখনই ব্যাটারি বিস্ফোরণের সম্ভাবনা তৈরি হয়।
১। সরাসরি সূর্যালোকে আনবেন না ফোন। অর্থাৎ বাড়ির বাইরে বেরোলে ফোনে ব্যাগে বা পকেটে রাখুন। কারণ সরাসরি সূর্যালোকের সংস্পর্শে এলে স্মার্টফোন সহজে গরম হয়ে যেতে পারে।
২। চার্জার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হোন। ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে অরিজিনাল বা ভাল চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কারণ অনেকসময় চার্জারের ত্রুটির কারণেও ফোন গরম হয়ে ফেটে যেতে পারে। কারণ চার্জারে গন্ডগোল থাকলে সরাসরি তার প্রভাব পড়ে ফোনের ব্যাটারিতে। তাই ফোনের কোম্পানির চার্জার ব্যবহার করাই নিরাপদ।
৩। ফোনে যদি কোনও ড্যামেজ বা ক্ষতি তাহলে সেটা সারিয়ে নিয়ে তারপর ব্যবহার করুন। সম্পূর্ণ বদলে ফেলতে পারলেই ভাল। কারণ ড্যামেজ হওয়া ফোনই বেশি গরম হওয়ার বা ফেটে যাওয়ার ঘটনা বেশি দেখা গিয়েছে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট যুক্ত ফোন থাকলে সাধারণত ফোনের পিছনের অংশে থাকে একটি কয়েল। সেখান থেকেই কারেন্ট সার্কিট পরিচালিত হয়। এবার ফোনের পিছনের অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই কয়েল প্রকাশ্যে আসবে এবং তার থেকে শর্ট সার্কিট হতে পারে।
৪। ফোন চার্জে বসিয়ে কথা না বলাই ভাল। সেই সঙ্গে ফোনে অতিরিক্ত চার্জ দেবেন না। পুরো চার্জ হয়ে গেলে ফোন চার্জিং থেকে খুলে রাখুন। পরে প্রয়োজনে আবার চার্জ দেবেন। আজকাল অনেক স্মার্টফোনে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। ফোনে ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায় চার্জিং।
৫। অকারণে ফোনের উপর চাপ বাড়াবেন না। অর্থাৎ যে অ্যাপ ব্যবহার করেন না তা ডাউনলোড করে ফোনে জায়গা ভরিয়ে রাখবেন না। স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন। এর ফলে ব্যাটারি বা চার্জ কম নষ্ট হবে। এছাড়াও ব্লুটুথ এবং লোকেশন সার্ভিস বন্ধ রাখা ভাল।
আরও পড়ুন- Moto G22: মাত্র ১০,৯৯৯ টাকায় বাজার কাঁপাতে এল মোটো জি২২! আইফোনের মতো লুক, একাধিক আকর্ষণীয় ফিচার্স