Moto G22: মাত্র ১০,৯৯৯ টাকায় বাজার কাঁপাতে এল মোটো জি২২! আইফোনের মতো লুক, একাধিক আকর্ষণীয় ফিচার্স
Price And Specifications: মোটো জি২২ ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। এই ফোনের লুক ও ডিজ়াইন অনেকটাই আইফোনের মতো। দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

ভীষণ সস্তার একটি স্মার্টফোন ভারতের বাজারের জন্য নিয়ে এল মোটোরোলা (Motorola)। সংস্থার সেই লেটেস্ট বাজেট ফোনের (Budget Smartphone) নাম মোটো জি২২ (Moto G22)। এটিই দেশের প্রথম স্মার্টফোন, যাতে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর রয়েছে। মূলত কম দামের টেকসই ফোনের খোঁজ যাঁরা করেন, তাঁদের জন্যই এই মোটো জি২২ ফোনটি নিয়ে এসেছে মোটোরোলা। একটি ৬.৫ ইঞ্চির ম্যাক্স ভিসন ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট ৯০ হার্ৎজ়। রয়েছে শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি, যা ২০ ওয়াট টার্বোপাওয়ার চার্জার সাপোর্ট করবে। তবে এই ফোনের সবথেকে আকর্ষণীয় বিষয়, তার কম দাম নয়। তার থেকেও বেশি আকর্ষণীয় হল, এই কম দামের মধ্যেই মোটো জি২২ ফোনে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম। রেডমি ১০, রিয়েলমি সি৩৫ ইত্যাদি ফোনের সঙ্গে জোরদার টক্কর দেবে প্রায় একই দাম ও ফিচার্সের মোটো জি২২।
যে কারণে এই ফোনটি গ্রাহকদের মন কেড়ে নেবে
মোটোরোলার এই লেটেস্ট বাজেট স্মার্টফোন অর্থাৎ মোটো জি২২ ফোনটি বহু কাস্টমারকেই আকৃষ্ট করবে। তার সবথেকে বড় কারণ হল, এই ফোনে রয়েছে আইফোনের মতোই ফ্ল্যাটবেড ডিজ়াইন। ফোনটির পিছনে পয়েছে প্যানেলে এবং মাঝখানে রয়েছে মোটোরোলা ব্র্যান্ডিং। রিয়ার প্যানেলে থাকছে চারটি ক্যামেরা সেন্সর, যা একটা রেক্ট্যাঙ্গুলার মডিউলে দেওয়া হয়েছে। এতো না হয় গেল লুক ও ডিজ়াইন সংক্রান্ত বিষয়। ফোনের দাম ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নেওয়া যাক।
দাম ও উপলব্ধতা
একটি মাত্রই ভ্যারিয়েন্টে মোটো জি২২ ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। সেই ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে মাত্র ১০,৯৯৯ টাকা। তবে একাধিক ব্যাঙ্কের অফারে ক্রেতাদের জন্য থাকছে ১,০০০ টাকা ছাড়ও। তার ফলে মোটো জি২২ ফোনটি ক্রয় করতে খরচ হবে মাত্র ৯,৯৯৯ টাকা। যদিও এই অফারটি উপলব্ধ হবে একটা সীমিত সময়ের জন্যই। কেবল মাত্র ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিলের মধ্যেই অফারটি পাওয়া যাবে। ১৩ এপ্রিল ঠিক দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে এই মোটো জি২২ ফোনের বিক্রিবাট্টা আরম্ভ হবে। এই স্মার্টফোনের মাত্র দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – আইসবার্গ ব্লু এবং কসমিক ব্ল্যাক। তৃতীয় আর একটি মিন্ট কালার অপশনও নিয়ে আসবে মোটোরোলা।
স্পেসিফিকেশনস ও ফিচার্স
মোটো জি২২ ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ম্যাক্স ভিসন ডিসপ্লে যা ৯০হার্ৎজ় রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফর্ম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ৪জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়াও থাকছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা।
কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই মোটো জি২২ স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই বাজেটের মধ্যে মোটো জি২২ একমাত্র ফোন, যাতে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এছাড়াও রয়েছে একটি ম্যাক্রো বা ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
বেশ বড় ও শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে মোটো জি২২ ফোনে, যা ২০ওয়াট টার্বোচার্জার সাপোর্ট করবে।
আরও পড়ুন: বাথরুমের থেকেও বেশি নোংরা আপনার স্মার্টফোন! সুস্থ থাকতে পরিষ্কার করার সঠিক পদ্ধতিটা আজই জেনে নিন
