Smartphones February India Launch: ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হওয়া সেরা ৯টি স্মার্টফোন, রইল তালিকা

Smartphones February India Launch: এই স্মার্টফোনের (Smartphones) তালিকায় কোন কোন সংস্থার ফোন (Phone) রয়েছে, একনজরে দেখে নিন।

Smartphones February India Launch: ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হওয়া সেরা ৯টি স্মার্টফোন, রইল তালিকা
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 9:30 AM

চলতি বছর ফেব্রুয়ারি (February Launch) মাসে ভারতে লঞ্চ হয়েছে একগুচ্ছ নতুন স্মার্টফোন (Smartphones)। আপনি যদি নতুন কোনও স্মার্টফোন (Smartphone) কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই তালিকায় একবার চোখ বুলিয়ে নিন। আপনার বাজেট অনুযায়ী বেছে নিন পছন্দসই স্মার্টফোন।

ওপ্পো রেনো ৭ সিরিজ- ৪ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ওপ্পো রেনো ৭ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা।আর ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা।

ভিভো টি১ ৫জি- ভারতে এই ফোন লঞ্চ হয়েছে ৯ ফেব্রুয়ারি। ভিভোর এই ফোনের দাম ১৫,৯৯০ টাকা। এখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।

রেডমি নোট ১১ সিরিজ- গত ১১ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ সিরিজের দুটো স্মার্টফোন রেডমি নোট ১১ এবং রেডমি নোট ১১এস। এর মধ্যে রেডমি নোট ১১ ফোনে রয়েছে তুলনায় ভাল ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে। অন্যদিকে রেডমি নোট ১১এস ফোনের দাম কিছুটা বেশি। এখানে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর।

ইনফিনিক্স জিরো ৫জি- ইনফিনিক্স সংস্থার প্রথম ৫জি ফোন হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো ৫জি ফোন। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ চিপসেট। ভাল ব্যাটারি সমেত এই ফোনকে অনায়াসে একটি গেমিং ফোন বলাই যায়।

রিয়েলমি ৯ প্রো সিরিজ- গত ১৬ ফেব্রুয়ারি এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ০ প্রো প্লাস, এই দুই ফোন লঞ্চ হয়েছে। রিয়েলমি ৯ প্রো ফোনের দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে।

ভিভো ভি২৩ই- ২১ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ফোন। ভিভোর এই ফোনের দাম ২৫,৯৯০ টাকা। এই ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।

আইকিউওও ৯ সিরিজ- এই স্মার্টফোন সিরিজে রয়েছে আইকিউওও ৯, আইকিউওও ৯ প্রো এবং আইকিউওও ৯ এসই ফোন। এদের মধ্যে আইকিউওও ৯ এসই ফোনের দাম শুরু হচ্ছে ৩৩,৯৯০ টাকা থেকে। আর আইকিউওও ৯ ফোনের দাম শুরু হচ্ছে ৪২,৯৯০ টাকা থেকে। আইকিউওও ৯ প্রো দুটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। ফোনটির ৮জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৬৪,৯৯০ টাকা। আবার ফোনটির ১২জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৬৯,৯০০ টাকা।

মোটোরোলা এজ ৩০ প্রো- এই ফোনের দাম ৪৯,৯৯৯ টাকা। এখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ৪৮০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩- ফেব্রুয়ারি মাসের প্রায় শেষে লঞ্চ হয়েছে এই বাজেট স্মার্টফোন। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এই ফোনের দাম শুরু হচ্ছে ১০,৪৯৯ টাকা থেকে।

আরও পড়ুন- Smartphones: মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে কোন কোন স্মার্টফোন? রইল সম্ভাব্য তালিকা