Amazon Mobile Savings Days Sale: অ্যামাজনের মোবাইল সেভিং ডেজ় সেলে কোন ফোনে কত ছাড় রয়েছে? দেখে নিন

Amazon Mobile Savings Days Sale: আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে অ্যামাজনের (Amazon India Sale) এই সেল। স্মার্টফোন (Smartphone) এবং মোবাইল অ্যাকসেসরিজ়ের (Mobile Accessories) উপর ৪০ শতাংশ ছাড় রয়েছে।

Amazon Mobile Savings Days Sale: অ্যামাজনের মোবাইল সেভিং ডেজ় সেলে কোন ফোনে কত ছাড় রয়েছে? দেখে নিন
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 8:00 AM

অ্যামাজন মোবাইল সেভিং ডেজ় সেল (Amazon Mobile Savings Days Sale) ভারতে শুরু হয়েছে। বিভিন্ন স্মার্টফোন (Smartphones) এবং মোবাইল অ্যাকসেসরিজ়ের (Mobile Accessories) উপর ৪০ শতাংশ ছাড় দিচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)। আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে অ্যামাজনের এই সেল। ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে অ্যামাজন মোবাইল সেভিং ডেজ় সেল। সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি ফোনের পাশাপাশি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন আইকিউওও ৯ প্রো ৫জি এবং আইকিউওও ৯ এসই মডেলেও রয়েছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও অ্যামাজনের এই সেলে দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি, এমআই ১১এক্স, শাওমি ১১ লাইট এনই ৫জি, রেডমি নোট ১১টি ৫জি, রেডমি নোট ১০এস, রেডমি নোট ১০টি ৫জি, ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি এবং ওয়ানপ্লাস ৯আরটি ফোনের।

এবার দেখে নেওয়া যাক কোন ফোনের দাম অ্যামাজনের এই সেলে কতটা কমেছে

১। ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। এই ফোনের দামে রয়েছে ব্যাঙ্ক অফার। ফোনের আসল দাম ২৩,৯৯৯ টাকা। সেখান থেকে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

২। ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোনের আসল দাম ২৯,৯৯৯ টাকা। আর অ্যামাজনের সেলে এই ফোনের দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে। এখানে ৩ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন রয়েছে।

৩। ওয়ানপ্লাস ৯ প্রো এবং ওয়ান ৯- এই দুই ফোনে অ্যামাজনের সেলে পাওয়া যাবে যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা এবং ৩৬,৯৯৯ টাকায়।এই দুই ফোনে রয়েছে ইন্সট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস।

৪। আইকিউওও ৯ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এই সেলে ৬৪,৯৯০ টাকা। এর উপর অতিরিক্ত ৪০০০ টাকা ছাড় রয়েছে সমস্ত ব্যাঙ্কের কার্ডের ক্ষেত্রে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার যেখানে ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

৫। আইকিউওও জেড৩ এবং জেড৫- এই দুই ফোন অ্যামাজন থেকে এখন এই সেলে কেনা যাবে ১৬,৯৯০ টাকা এবং ২০,৯৯০ টাকা দিয়েছে। এছাড়াও রয়েছে ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট।

৬। রিয়েলমি নারজো ৫০এ এবং রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনে যথাক্রমে ১৫০০ টাকা এবং ২০০০ টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক ও কুপন অফার দিচ্ছে অ্যামাজন। এর ফলে রিয়েলমি নারজো ৫০এ ফোনের দাম শুরু হচ্ছে ৯৭৪৯ টাকা থেকে। আর রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ১৩,৪৯৯ টাকা থেকে।

৭। রিয়েলমি নারজো ৫০ ফোনের দাম অ্যামাজনের এই সেলে ১১,৬৯৯ টাকা। এই ফোনের আসল দাম ১২,৯৯৯ টাকা।

৮। এমআই ১১ এক্স ফোনের দামে ৫০০০ টাকা ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে। এই ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এবং এক্সচেঞ্জ বোনাসের ফলে এমআই ১১ এক্স ফোনের দাম এখন অ্যামাজনে ২২,৯৯৯ টাকা।

৯। শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনের আসল দাম ২৬,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে দাম কমে হয়েছে ২১,৪৯৯ টাকা। এক্ষেত্রে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অতিরিক্ত ৫০০০ টাকা এক্সচেঞ্জ অফার।

১০। এমআই ১১এক্স প্রো ফোনের দাম অ্যামাজনের সেলে ৩১,৯৯৯ টাকা। এর আসল দাম ৩৬,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফারের সঙ্গে এই ফোনের দাম এক্সচেঞ্জ বোনাসও রয়েছে।

১১। রেডমি ১১ প্রো প্লাস ৫জি এবং রেডমি নোট ১১এস- এই দুই ফোন অ্যামাজনের সেলে কেনা যাবে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ১৫,৪৯৯ টাকায়।

১২। রেডমি নোট ১০ প্রো ফোনের ক্ষেত্রে অ্যামাজনের সেলে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে এক হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে দাম কমে হবে ১৭,৯৯৯ টাকা।

আরও পড়ুন- iQoo Z6 5G: আইকিউওও ‘জেড’ সিরিজের নতুন ফোন আইকিউওও জেড৬ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?