iQoo Z6 5G: আইকিউওও ‘জেড’ সিরিজের নতুন ফোন আইকিউওও জেড৬ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?

iQoo Z6 5G India Launch: ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) এবং আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর (iQOO India E-Store) থেকে এই ফোন কেনা যাবে। ২২ মার্চ থেকে শুরু হবে ফোনের বিক্রি।

iQoo Z6 5G: আইকিউওও 'জেড' সিরিজের নতুন ফোন আইকিউওও জেড৬ ৫জি লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?
আইকিউওও জেড৬ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 7:21 PM

আইকিউওও জেড৬ ৫জি (iQoo Z6 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আইকিউওও জেড সিরিজের (iQoo Z series) এই লেটেস্ট স্মার্টফোন আসলে গত বছর লঞ্চ হওয়া আইকিউওও জেড৫ ৫জি (iQoo Z5 5G) ফোনের সাকসেসর মডেল। জানা গিয়েছে, আইকিউওও জেড৬ ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।

ভারতে আইকিউওও জেড৬ ৫জি ফোনের দাম এবং লঞ্চ অফার

এই ফোনের ৪ জিবি র‍্যাম স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ৬ জিবি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। ক্রোম্যাটিক ব্লু এবং ডায়নামো ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৬ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। ২২ মার্চ থেকে শুরু হবে ফোনের বিক্রি। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড অথবা ইএমআই ট্রানজাকশনে আইকিউওও জেড৬ ৫জি ফোন কিনলে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।

আইকিউওও জেড৬ ৫জি ফোনের স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১২ এবং Funtouch OS 12 সাপোর্ট।
  • এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আর তার সঙ্গে যুক্ত রয়েছে সর্বোচ্চ ৮ জিবি LPDDR4X র‍্যাম।
  • আইকিউওও জেড৬ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি স্যামসাং ISOCELL JN1 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের একটি bokeh ক্যামেরা। ৪ জিবি র‍্যামের বেস মডেলে এই bokeh ক্যামেরা নেই। রয়েছে ৬ এবং ৮ জিবি র‍্যামের মডেলে।
  • এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের স্যামসাং ৩পি৯ সেলফি ক্যামেরা সেনসর।
  • আইকিউওও জেড৬ ৫জি ফোনে ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ রয়েছে। এই স্ট্যান্ডার্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • আইকিউওও জেড৬ ৫জি ফোনে কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি৫.১, জিপিএস।এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮৭ গ্রাম।

আরও পড়ুন- iPhone 12 At Rs 24,900: বিরাট ছাড়ে আইফোন ১২! এবার মাত্র ২৪,৯০০ টাকায় বাড়ি নিয়ে আসার সুযোগ