AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

iPhone 12 At Rs 24,900: বিরাট ছাড়ে আইফোন ১২! এবার মাত্র ২৪,৯০০ টাকায় বাড়ি নিয়ে আসার সুযোগ

iPhone 12 Big Discount: আইফোন ১২-এ বড়সড় ছাড় দিতে চলেছে সংস্থার প্রিমিয়াম রিসেলার অ্যাপট্রনিক্স। মাত্র ২৪,৯০০ টাকায় আপনি বাড়ি নিয়ে আসতে পারেন আইফোন ১২। কী ভাবে এই অফারটি পাবেন, জেনে নিন।

iPhone 12 At Rs 24,900: বিরাট ছাড়ে আইফোন ১২! এবার মাত্র ২৪,৯০০ টাকায় বাড়ি নিয়ে আসার সুযোগ
আইফোন ১২।
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 11:39 AM
Share

চলতি বছরের শুরু থেকে আইফোনের প্রায় হালফিলের সব মডেলে আকর্ষণীয় ছাড় (iPhone Discount) মিলেছে। হোক সে আইফোন ১১ বা আইফোন এসই ২০২০, আইফোন ১২ থেকে লেটেস্ট আইফোন ১৩ সিরিজের ফোনে দুর্দান্ত ডিলস ও অফার্স উপভোগ করেছেন ক্রেতারা। আরও একবার আইফোনের জন্য বড় ছাড় ঘোষিত হল। আর সেটা আইফোন ১২ (iPhone 12) মডেলের জন্য। এবার এই ফোনটি আপনি ক্রয় করতে পারেন মাত্র ২৪,৯০০ টাকা। ভারতে অ্যাপলের জনপ্রিয় প্রিমিয়াম রিসেলার অ্যাপট্রনিক্স (Aptronix) ঠিক এতটাই কম দামে আপনার জন্য আইফোন ১২ নিয়ে হাজির হয়েছে। কিনবেন নাকি?

অ্যাপট্রনিক্সের দুর্দান্ত অফার

অ্যাপট্রনিক্সের অফারের মধ্যে রয়েছে বড় ডিসকাউন্ট, একটি বড় ক্যাশব্যাক এবং অতি অবশ্যই এক্সচেঞ্জ অফার। আর এই সব কিছু মিলিয়েই আইফোন ১২ আপনার কাছে ৬৫,৯০০ টাকা থেকে মাত্র ২৪,৯০০ টাকায় তুলে দেবে অ্যাপট্রনিক্স। অর্থাৎ সব মিলিয়ে আপনাকে এই আইফোন ১২-র ক্ষেত্রে দেওয়া হবে ৪১,০০০ টাকা ছাড়, যা এক কথায় অভাবনীয়! প্রসঙ্গত, ২০২০ সালে আইফোন ১২ লঞ্চ করা হয়েছিল ৭৯,৯০০ টাকা দামে। পরে ২০২১ সালে যখন আইফোন ১৩ সিরিজ় লঞ্চ করা হয়, তখন আইফোন ১২-র দাম কমে হয় ৬৫,৯০০ টাকা।

মাত্র ২৪,৯০০ টাকায় আইফোন ১২ কী ভাবে পাবেন?

১) প্রথমেই আইফোন ১২ মডেলে অ্যাপট্রনিক্স আপনাকে ৯,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে চলেছে। ফলে ফোনটির দাম হয়ে যাচ্ছে ৫৬,০০০ টাকা।

২) তার ঠিক পরেই সিলেক্টেড কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক। আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক ও এসবিআই। তাতে এই ফোন আপনি পেয়ে যাবেন ৫১,০০০ টাকায়।

৩) আবার আপনার কাছে যদি আইফোন ১১ থাকে, তাহলে সেটি এক্সচেঞ্জ করে আইফোন ১২ নেওয়ার সুযোগও দিচ্ছে অ্যাপট্রনিক্স। আর সেই এক্সচেঞ্জ অফারে আপনাকে দেওয়া হবে ২৩,১০০ টাকা ছাড়। এই এক্সচেঞ্জ অফারের পরে আপনি আইফোন ১২ পেয়ে যাচ্ছেন মাত্র ২৭,৯০০ টাকায়। তবে অফারটি পেতে গেলে আপনার আইফোন ১১ মডেলের কন্ডিশন ভাল হতে হবে।

৪) এত সবের পরেও অ্যাপট্রনিক্স আপনাকে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস হিসেবে আরও ৩০০০ টাকা দিতে চলেছে। ফলে আইফোন ১২-র দাম আপনার জন্য হয়ে যাচ্ছে মাত্র ২৪,৯০০ টাকা। সব মিলিয়ে আইফোন ১২-র জন্য আপনাকে ৪১,০০০ টাকা ছাড় দিতে চলেছে অ্যাপট্রনিক্স।

আরও পড়ুন: নতুন রঙে ভারতে লঞ্চ হল ভিভো ওয়াই৩৩টি ফোন, দাম কত? কী কী ফিচারই বা রয়েছে

আরও পড়ুন: ২৩ মার্চ ভারতে আসছে ওপ্পো কে১০ ফোন, দাম কত হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার

আরও পড়ুন: ভারতে কী কী রঙে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১০ প্রো ফোন? র‍্যাম-স্টোরেজ কনফিগারেশনই বা কী হবে?