Vivo Y33T: নতুন রঙে ভারতে লঞ্চ হল ভিভো ওয়াই৩৩টি ফোন, দাম কত? কী কী ফিচারই বা রয়েছে

Vivo Y33T: একটিই কনফিগারেশনে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৩টি (Vivo Y33T) ফোনের Starry Gold রঙের মডেল।

Vivo Y33T: নতুন রঙে ভারতে লঞ্চ হল ভিভো ওয়াই৩৩টি ফোন, দাম কত? কী কী ফিচারই বা রয়েছে
এই সোনালি রঙেই ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৩টি ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 9:44 AM

নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৩টি (Vivo Y33T) ফোন। এবার Starry Gold রঙের অপশনে ভারতে পাওয়া যাবে ভিভো ‘ওয়াই’ সিরিজের (Vivo Y Series Smartphone) এই স্মার্টফোন। এর আগে দেশে Midday Dream এবং Mirror Black, এই দুই রঙে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৩৩টি ফোন। তবে শুধুমাত্র নতুন রঙেই এসেছে এই মডেল। বাকি ফিচার ও স্পেসিফিকেশন আগের মতোই রয়েছে। ভিভো ওয়াই৩৩টি ফোনে একটি ওয়াটারড্রপ স্টাইলের নচ ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও ভিভো ওয়াই৩৩টি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

নতুন রঙে লঞ্চ হলেও ভিভো ওয়াই৩৩টি ফোনের দাম পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারও। একটিই কনফিগারেশনে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৩টি ফোনের Starry Gold রঙের মডেল। এর দাম ১৮,৯৯০ টাকা। অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর, পেটিএম, বাজাজ ফিনসার্ভ ইএমআই স্টোর এবং দেশজুড়ে থাকা বিভিন্ন বড় দোকান থেকে এই ফোনে কেনা যাবে। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে।

ভিভো ওয়াই৩৩টি ফোনের স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন অ্যানড্রয়েড এবং FunTouch OS 12- র সাহায্যে পরিচালিত হবে।
  • এই ফোনে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে ভিভো ওয়াই৩৩টি ফোনে।
  • ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এই র‍্যামের পরিমাণ ভার্চুয়ালি বাড়ানো সম্ভব। সেক্ষেত্রে ফোনের ৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ ব্যবহৃত হবে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।
  • সেলফি এবং ভিডিয়ো কলের জন্য ফোনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেনসর।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ভিভো ওয়াই৩৩টি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮২ গ্রাম।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/এ-জিপিএস। এফএম রেডিয়ো এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট রয়েছে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

আরও পড়ুন- Oppo K10: ২৩ মার্চ ভারতে আসছে ওপ্পো কে১০ ফোন, দাম কত হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার

আরও পড়ুন- Xiaomi 12 Series: আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে শাওমি ১২ সিরিজের তিনটি ফোন শাওমি ১২, শাওমি ১২ প্রো এবং শাওমি ১২এক্স