iPhone 14 Pro: সোনালি রঙে লঞ্চ হতে পারে আইফোন ১৪ প্রো মডেল, আর কী কী ফিচার থাকতে পারে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 21, 2022 | 7:41 AM

iPhone 14 Pro: আইফোন ১৪ প্রো মডেলে iPhone 14 Pro Gold) নচ ডিজাইনের ডিসপ্লে না থাকার সম্ভাবনাই বেশি।

iPhone 14 Pro: সোনালি রঙে লঞ্চ হতে পারে আইফোন ১৪ প্রো মডেল, আর কী কী ফিচার থাকতে পারে?
ছবি প্রতীকী।

Follow Us

আইফোন ১৪ (iPhone 14 Pro) নিয়ে ইতিমধ্যেই আইফোন প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। বলা হচ্ছে এই ফোন একটি ‘গেম চেঞ্জার’ লঞ্চ হতে চলেছে। আইফোন ১৩ নিয়ে গ্রাহকদের মধ্যে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সেই মতো ফিচার নিয়ে আইফোন ১৩ সিরিজ লঞ্চ হয়নি। তবে এবার শোনা যাচ্ছে যে, আইফোন ১৪ সিরিজে (Apple iPhone 14 Series) গ্রাহকদের প্রত্যাশা পূরণের মতো সমস্ত ফিচার থাকতে চলেছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, আইফোন ১৪ প্রো লঞ্চ হতে পারে সোনালি রঙে (iPhone 14 Pro Gold)। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সবুজ রঙে লঞ্চ হয়েছে আইফোন ১৩। আর শোনা যাচ্ছে এবার আইফোন ১৪ প্রো মডেলের ক্ষেত্রে সোনালি রঙই বেছে নিয়েছে অ্যাপেল সংস্থা। এর পাশাপাশি আইফোন ১৩- র তুলনায় অনেক উন্নত ফিচার এবং আধুনিক ডিজাইনও থাকতে পারে আইফোন ১৪ প্রো ফোনে।

আইফোন ১৪ প্রো ফোনটিতে থাকতে পারে ৮জিবি পর্যন্ত র‌্যাম, এ যাবৎকালে আইফোনের জন্য সবথেকে বেশি মেমোরি এই ফোনেই থাকবে বলে শোনা যাচ্ছে। চলতি বছর সেপ্টেম্বর মাস নাগাদ এই ফোনটি লঞ্চ হতে পারে। এ যাবৎ অ্যাপেলের আইফোনে নচ স্টাইলের ডিসপ্লে দেখা গিয়েছে। আগামী আইফোন ১৪ সিরিজে এই ধরনের ডিসপ্লে থাকবে না বলেই শোনা গিয়েছে। আইফোন ১৪ প্রো ফোনের ‘আই শেপ’- এর পাঞ্চ হোল ক্যামেরা এবং একটি পিল শেপের হোল পাঞ্চ কাটআউট থাকতে পারে। এই ডিসপ্লে ডিজাইন ছাড়া আইফোন ১৪ প্রো মডেলের অন্যান্য ফিচার অনেকটাই আইফোন ১৩- র মতো হবে বলে মনে করা হচ্ছে।

আইফোন ১৩ সিরিজ লঞ্চের আগে থেকেই শোনা যাচ্ছিল যে ২০২২ সালে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে আইফোন ১৪ সিরিজ নিয়ে জোরদার হয়েছে জল্পনা। শোনা গিয়েছে, আইফোন ১৪ সিরিজে থাকতে পারে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। অন্য একটি সূত্রে শোনা গিয়েছে যে, আইফোন ১৪ সিরিজে রেগুলার আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ম্যাক্স— এই চারটি মডেল থাকতে পারে। এর পাশাপাশি আইফোন ১৪ প্রো মডেলের ক্ষেত্রে নচ ডিজাইন বাদ যাবে বলে শোনা গিয়েছে। উল্লেখ্যযোগ্য ব্যাপার এটাই যে আইফোন ১৩ সিরিজ লঞ্চের আগেও বিভিন্ন সূত্র মারফৎ এটা শোনা গিয়েছিল যে হয়তো এই সিরিজে অ্যাপেল কর্তৃপক্ষ তাঁদের নচ ডিজাইন বাদ দেবেন। পরিবর্তে আনা হবে অন্য ডিজাইন। কিন্তু আইফোন ১৩ সিরিজে নচ ডিজাইন বাদ যায়নি।

এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, আইফোন ১৩ সিরিজই সম্ভবত শেষ সিরিজ যেখানে ‘মিনি’ মডেল লঞ্চ হয়েছে। আগামী দিনে কোনও আইফোন সিরিজে হয়তো ‘মিনি’ মডেল লঞ্চ হবে না। ফলে আইফোন ১৪ সিরিজে ‘মিনি’ মডেল লঞ্চের সম্ভাবনা সম্ভবত নেই।

আরও পড়ুন- Oppo A54 At Rs 1,040: অ্যামাজনের আকর্ষণীয় অফার! মাত্র ১,০৪০ টাকায় ওপ্পো এ৫৪

Next Article