বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে Asus, 72 হাজারের ফোন 3999 টাকা দিয়ে নিয়ে আসুন বাড়ি
Asus ROG Phone 6 Price: ফোনটিতে 12 মাসের নো-কস্ট ইএমআই অপশন পেয়ে যাবেন। ফলে আপনি যদি একেবারে পুরো টাকাটা দিয়ে ফোনটি না কিনতে চান, তাহলে প্রতি মাসে 3,999 টাকা ইএমআই দিয়ে কিনে নিতে পারেন। Asus ROG Phone 6 কালো এবং সাদা রঙের লঞ্চ করা হয়েছে। এতে 30W হাইপারচার্জ অ্যাডাপ্টারও দেওয়া হয়েছে।

Asus ROG Phone 6 এবং 6 Pro এই দুই স্মার্টফোন চলতি বছরের জুলাই মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল। কোম্পানি তার পরবর্তী স্মার্টফোন নিয়েও দ্রুত কাজ করছে বলে জানা গিয়েছে। ASUS লঞ্চের পর এই প্রথম ROG Phone 6-এ বিরাট ছাড় দিচ্ছে। যদিও ফোনটি কবে থেকে ছাড়ে পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। ROG Phone 6 হল একটি দুর্দান্ত গেমিং স্মার্টফোন, যাতে প্রিমিয়াম স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে।
কত টাকা দাম কমানো হয়েছে?
Asus ROG Phone 6-এর 12GB+256GB র্যাম এবং স্টোরেজের আসল দাম 71,999 টাকা। অর্থাৎ যখন প্রথমে এই ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছিল। তখন এই ফোনের দাম ছিল 71,999 টাকা। এবার এতে 24 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তারপরে ফোনটি 47,999 টাকায় কিনতে পারবেন। বিজয় সেলসের অনলাইন ও অফলাইন স্টোর থেকে ফোনটি কেনা যাবে। এটি আসুস ই-স্টোর থেকে অনলাইনেও অর্ডার করা যাবে।
ফোনটিতে 12 মাসের নো-কস্ট ইএমআই অপশন পেয়ে যাবেন। ফলে আপনি যদি একেবারে পুরো টাকাটা দিয়ে ফোনটি না কিনতে চান, তাহলে প্রতি মাসে 3,999 টাকা ইএমআই দিয়ে কিনে নিতে পারেন। Asus ROG Phone 6 কালো এবং সাদা রঙের লঞ্চ করা হয়েছে। এতে 30W হাইপারচার্জ অ্যাডাপ্টারও দেওয়া হয়েছে। আপনি এটি স্মার্টফোনের সঙ্গেই পেয়ে যাবেন।
ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক-
Asus ROG Phone 6-এ একটি 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 165Hz রিফ্রেশ রেট সহ আসে। এতে HDR10+ এবং 1,299 Nits পিক ব্রাইটনেসও রয়েছে। গেমিং ফোন ছাড়াও, এতে একটি 50MP প্রধান ক্যামেরা রয়েছে, যাতে 13MP আল্ট্রা-ওয়াইড এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ROG ফোন 6-এ আরজিবি লাইটও পেয়ে যাবেন। ফলে যদি গেম খেলতে ভালবাসেন, তাহলে এই ফোনটি আপনার জন্য একদম উপযুক্ত।





