Budget Smartphones of 2021: চলতি বছর ভারতে লঞ্চ হওয়া সেরা ৫ বাজেট স্মার্টফোন, দাম ১০ হাজারের কম
এই তালিকায় কোন কোন ফোন রয়েছে, দেখে নিন একনজরে।
ক্রিসমাসের আর মাত্র ১০ দিন বাকি। বছর শেষে বড়দিন উপলক্ষ্যে কিংবা নতুন বছরের সূচনায় প্রিয়জনকে স্মার্টফোন উপহার দেবেন ভাবছেন? এদিকে আপনার বাজেট কম? তাহলে চটজলদি একনজরে দেখে নিন চলতি বছর ভারতে লঞ্চ হওয়া পাঁচটি বাজেট স্মার্টফোন। এই ফোনগুলোর সবকটিরই দাম ১০ হাজার টাকার কম।
নোকিয়া সি২০ প্লাস- নোকিয়ার এই ফোনে রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৬.৫ ইঞ্চির স্ক্রিন। ফোনের ওজন ২০৪ গ্রাম। এছাড়াও চার্জ দেওয়ার জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক। অ্যানড্রয়েড গো- এর সাহায্যে এই ফোন পরিচালিত হয়। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। আর ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ফোনের দাম ৮৯৯৯ টাকা।
মোটোরোলা মোটো ই৭ প্লাস- লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার এই স্মার্টফোনের দামও ৮৯৯৯ টাকা। এখানে রয়েছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন। সাইডে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট বাটন। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সেনসর রয়েছে ফোনের পিছনে। আর সামনে ডিসপ্লেতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর রয়েছে এই ফোনে। সেই সঙ্গে রয়েছে ৫০০০mAh ব্যাটারি, মাইক্রো ইউএসবি পোর্ট, সর্বোচ্চ ৪ জিবি র্যাম।
স্যামসাং গ্যালাক্সি এফ০২এস- স্যামসাংয়ের এই ফোনের দাম ৯৪৯৯ টাকা। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি- ভি ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে ৫০০০mAh ব্যাটারি, ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে চারর দিতে টাইপ- সি ইউএওসবি পোর্ট প্রয়োজন। এছাড়াও স্যামসাংয়ের এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর, সর্বোচ্চ ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে।
রিয়েলমি নারজো ৩০এ- রিয়েলমির এই বাজেট স্মার্টফোনের দাম ৮৯৯৯ টাকা। এখানে রয়েছে ৬০০০mAh ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে চার্জ দিতে টাইপ- সি ইউএসবি পোর্ট দরকার। ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে এবং অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট।
ইনফিনিক্স হট ১১এস- এই ফোনের দাম ১০,৯৯৯ টাকা হলেও বিভিন্ন ব্যাঙ্ক অফার যুক্ত হয়ে দাম ১০ হাজারের কমই হবে অনলাইনে। এখানে রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৫০০০mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।