Diwali With Mi: শাওমির এই সেলে রেডমি এবং এমআই- এর কোন ফোন কত দামে পাওয়া যাবে? দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Oct 02, 2021 | 6:12 PM

স্মার্টফোন ছাড়াও এমআই এবং রেডমির স্মার্টটিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজের উপরেও থাকবে আকর্ষণীয় ছাড়।

Diwali With Mi: শাওমির এই সেলে রেডমি এবং এমআই- এর কোন ফোন কত দামে পাওয়া যাবে? দেখে নিন
ছবি প্রতীকী।

Follow Us

শাওমির ‘Diwali With Mi’ সেল শুরু হবে ৩ অক্টোবর থেকে। আর এই সেল চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। জানা গিয়েছে ২ অক্টোবর রাত ১২টা থেকেই লাইভ হয়ে যাবে এমআই সংস্থার এই সেল। তবে সেখানে অংশ্রগ্রহণ করার সুযোগ সকলে পাবেন না। অন্যদিকে জানা গিয়েছে, শাওমির বিভিন্ন ফোনে থাকবে আকর্ষণীয় ছাড়। মূলত আসন্ন দীপাবলি উৎসব মাথায় রেখেই এই সেল শুরু হতে চলেছে। ভারতে Mi.com এবং ফ্লিপকার্ট ও অ্যামাজনের মাধ্যমে এই সেল চলবে। Mi VIP Club- এর সদস্যরা ২ অক্টোবর রাত ১২টা থেকে সেলের জিনিস কিনতে পারবেন। আর ৭ অক্টোবর পর্যন্ত ফ্রি ডেলিভারির সুবিধাও পাবেন তাঁরা। স্মার্টফোন ছাড়াও এমআই এবং রেডমির স্মার্টটিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজের উপরেও থাকবে আকর্ষণীয় ছাড়।

কোন রেডমি ফোন কত টাকায় পাওয়া যাবে, দেখে নিন

  • রেডমি ১০ প্রাইম ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম ১০,৭৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,২৪৯ টাকা।
  • রেডমি নোট ১০এস ফোনের ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৭৪৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৭৪৯ টাকা।
  • রেডমি নোট ১০ প্রো মডেলের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ‘Diwali With Mi’ সেলে ১৫,২৪৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৭৪৯ টাকা।
  • রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৭৪৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৭৪৯ টাকা।

এমআই- এর কোন ফোনের দাম কত?

  • এমআই ১০আই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,২৪৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,২৪৯ টাকা। দু’ক্ষেত্রেই ‘এক্সচেঞ্জ ডিসকাউন্ট’ সমেত দাম বলা হয়েছে।
  • এমআই ১১লাইট ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ১৭,২৪৯টাকা। অন্যদিকে, এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,২৪৯ টাকা। এক্ষেত্রেও ‘এক্সচেঞ্জ ডিসকাউন্ট’ প্রযোজ্য।
  • শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ২৩,৪৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৪৯৯ টাকা।
  • এমআই ১১এক্স ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ২৩,৯৯৯ টাকা।
  • এমআই ১১এস প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৭৫০ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩১,৭৫০ টাকা।

আরও পড়ুন- Amazon Great Indian Festival Sale 2021: দীপাবলির আগে কোন সংস্থার কোন ফোনে রয়েছে কত ছাড়? দেখে নিন

Next Article